আন্তর্জাতিক

ইউক্রেনকে আরও ৮০০ মিলিয়ন ডলারের সাহায্য যুক্তরাষ্ট্রের

বৃহস্পতিবারে (২১ এপ্রিল) ইউক্রেনকে আরও ৮০০ মিলিয়ন ডলারের সামরিক সাহায্য দেওয়া কথা জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সাংবাদিকদের সাথে কথা বলার সময় বাইডেন জানান, মার্কিন যুক্তরাষ্ট্র ৮০০ মিলিয়ন ডলারের সামরিক সাহায্য সরাসরি ইউক্রেন সরকারের হাতে তুলে দিবে। পাশাপাশি, তিনি মার্কিন বন্দরগুলোতে রাশিয়ান জাহাজদের নিষিদ্ধ ঘোষণা করেন। মূলত, ইউক্রেনের পূর্বাঞ্চল ডোনবাস অঞ্চলে রুশ আগ্রাসন বৃদ্ধি পাওয়া এই সিদ্ধান্ত নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বাইডেন বলেন, ‘আমি আজ ইউক্রেন আরো ৮০০ মিলিয়ন ডলারের সাহায্য দেওয়া ঘোষণা দিচ্ছি। এই প্যাকেজে ভারী কামান এবং ক্ষেপনাস্ত্র, একাধিক শেল নিক্ষেপকারী অস্ত্র এবং ১ লাখ ৪৪ হাজার গুলি অর্ন্তভুক্ত। পাশাপাশি এই প্যাকেজে কৌশলগত ড্রোনও আছে’। মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র সর্বোচ্চ দ্রুততার সাথে ইউক্রেনকে সাহায্য করছে। এলএবাংলাটাইমস/এমডব্লিউ