বুধবারে (১৯ এপ্রিল) ওয়াশিংটনে অনুষ্ঠিত জি-২০ এর এক বৈঠকে রাশিয়ার অর্থমুন্ত্রী এন্টন সিলুয়ানভের বক্তব্য শুরু হওয়ার পরপর একাধিক রাষ্ট্রের অর্থমন্ত্রীরা উক্ত বৈঠক ত্যাগ করেন।
ইউএস ট্রেজারি সেক্রেটারি জেনেট ইয়েলেন এবং একাধিক পশ্চিমা কর্মকর্তারা রাশিয়ার বক্তব্য শুরু হওয়ার সাথে সাথে বৈঠক ত্যাগ করেন। বৈঠক শুরু হওয়ার পূর্বেই যুক্তরাষ্ট্র জানিয়েছিলো যে জেনেট রাশিয়ানদের সাথে কোন বৈঠক বা আলোচনায় বসবেন না।
বৈঠকটিতে ইউক্রেনীয় কর্মকর্তাদেরও আমন্ত্রণ করা হয়। তাঁরাও রাশিয়ান অর্থমুন্ত্রী এন্টন সিলুয়ানভের বক্তব্য শুরু হওয়ার পর বৈঠক ত্যাগ করে।
জানা যায়, বৈঠক ত্যাগকারী মন্ত্রীরা পূর্ব থেকেই রাশিয়াকে বয়কট করার কথা ভাবছিলো।
এলএবাংলাটাইমস/এমডব্লিউ