আন্তর্জাতিক

দক্ষিণ ইউক্রেন ও ডনবাসের পুরো দখল চায় রাশিয়া: রুশ কমান্ডার

ইউক্রেনে দ্বিতীয় ধাপের সামরিক অভিযান শুরু করেছে রাশিয়া। এর প্রেক্ষিতে দক্ষিণ ইউক্রেন ও ডনবাস পুরোপুরি নিয়ন্ত্রণের পরিকল্পনা করেছে রাশিয়া। রাশিয়ার সিনিয়র সামরিক কমান্ডারের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ইন্টারফ্যাক্স।

রাশিয়ার সেন্ট্রাল মিলিটারি ডিস্ট্রিকের ডেপুটি কমান্ডার রুস্তম মিনেকায়েভ বলেন, 'সামরিক অভিযানের দ্বিতীয় পর্যায়ের অংশ হিসেবে ডনবাস এবং দক্ষিণ ইউক্রেনের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা করেছে রাশিয়া।'

রুস্তম মিনেকায়েভ আরও বলেছেন, রাশিয়া ক্রিমিয়া এবং ডনবাসের মধ্যে স্থল করিডোর তৈরিরও পরিকল্পনা করেছে। ২০১৪ সালে ক্রিমিয়া দখল করে নিয়েছে রাশিয়া।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর আজ পর্যন্ত টানা ৫৮ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই।   এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]