আন্তর্জাতিক

মারিউপোলে যুদ্ধবিরতি ঘোষণা দিল রাশিয়া

ইউক্রেনের অবরুদ্ধ বন্দরনগরী মারিউপোল থেকে বেসামরিকদের সরে যাওয়ার সুবিধার্থে স্থানীয়ভাবে একদিনের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। বৃহস্পতিবার এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

বুধবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, মারিউপোল থেকে জাপোরিজ্জিয়ায় একটি মানবিক করিডর চালু করা হবে। রাশিয়ার নিয়ন্ত্রিত বন্দর বারডিয়ানস্ক হয়ে বেসামরিকেরা মারিউপোল ছাড়তে পারবেন বলে জানানো হয়েছে ওই বিবৃতিতে।

ওই বিবৃতিতে আরও বলা হয়, ‘এই মানবিক করিডোরের সফলতার জন্য আমরা জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার এবং ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রসের সরাসরি অংশগ্রহণের প্রস্তাব দিচ্ছি।’

এই মানবিক করিডোরের প্রতি নিঃশর্ত শ্রদ্ধা প্রদর্শনের নিশ্চয়তা লিখিতভাবে নিশ্চিত করতে কিয়েভকে বৃহস্পতিবার ভোর ছয়টা পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়।

ইউক্রেনীয় সেনাবাহিনীকেও বেসামরিকদের বহনকারী বাসগুলোকে নিরাপত্তা দেওয়ার আহ্বান জানিয়েছে মস্কো।   এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]