নিষিদ্ধ সন্ত্রাসীগোষ্ঠী বোকো হারামের সাথে সংযুক্ত থাকার অভিযোগে ছয়জন নাইজেরিয়ান নাগরিকের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
মার্কিন যুক্তরাষ্ট্র জানায়, উক্ত ছয় ব্যক্তি সংযুক্ত আরব আমিরাতে বোকো হারামের সেল তৈরির জন্য অর্থ যোগাড় করছিলো।
শুক্রবারে (২৫ মার্চ) মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেজারির আন্ডার সেক্রেটারি ব্রায়ান নেলসন বলে, ‘আমরা এই পদক্ষেপের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতের সাথে একাত্মতা প্রকাশ করছি। আমরা পৃথিবীজুড়ে সন্ত্রাসবাদের পিছনে অর্থের যোগানদাতাদের বিরুদ্ধে কাজ করে যাবো’।
অভিযুক্ত ব্যক্তিদের নাম আব্দুর রহমান আদো মুসা, ইউসুফ আদামু, বাসির ইউসুফ, ইব্রাহিম ইসা, ইব্রাহিম আলি এবং আবুবকর মুহাম্মদ। এদের মধ্যে ইউসুফ আদামু এবং আবুবকর মুহাম্মদ বাদে বাকি সবাই ১০ বছরের কারাদন্ডে দণ্ডিত হয়েছে। ইউসুফ আদামু এবং আবুবকর মুহাম্মদকে যাব্বজীবন কারাদন্ড দেওয়া হয়েছে।
এলএবাংলাটাইমস/এমডব্লিউ