ইউক্রেনে রুশ সামরিক বাহিনী কিয়েভ দখলের ক্ষেত্রে যে প্রতিবন্ধকতার মুখে পড়েছে, এতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্রমেই হতাশ ও মরিয়া হয়ে উঠছেন বলে জানিয়েছে ইউএস ইন্টিলিজেন্স এজেন্সি। এমন কোনঠাসা অবস্থা চলতে থাকলে পুতিন সহিংসতার মাত্রা আরও দ্বিগুণ বাড়িয়ে দিতে পারেন- এমন আশঙ্কার কথাও জানিয়েছেন বর্তমান ও সাবেক ইউএস কর্মকর্তারা।
রাশিয়ার অর্থনীতি বর্তমানে নানাবিধ সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। পশ্চিমা দেশ ও যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞার মুখে পড়ে রাশিয়ার অর্থনীতি সংকুচিত হয়ে গেছে। সেই সাথে রুশ সামরিক বাহিনীর ক্রমবর্ধমান কোনঠাসা অবস্থার কারণে পুতিন আরও মরিয়া হয়ে উঠছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।
ইউএস ইন্টিলিজেন্স কমিটির চেয়ারম্যান সিনেটর মার্ক ওয়ার্নার বলেন, ইউক্রেনে সামরিক আগ্রাসন ভিন্ন দিকে ঘুরে যাচ্ছে। পুতিন ক্রেমলিন থেকেও দূরত্ব বজায় রাখছেন। ফলে পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে যাচ্ছে।
তিনি যোগ করেন, ‘পুতিন যে কোনঠাসা অবস্থানে আছেন, এটি নিয়ে আমরা চিন্তিত নই। আমি চিন্তিত কারণ এখানে কোনো সুনিশ্চিত বাঁক নেই’।
এলএবাংলাটাইমস/ওএম