আফগানিস্তানের এক শীর্ষ রাজনীতিবিদ জানিয়েছেন যে দেশটির তালেবান সরকার নীরবে আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছে। মঙ্গলবার এমন সংবাদ প্রকাশ করেছে তোলো নিউজ।
তালেবান নিয়ন্ত্রিত আফগান সরকারের শীর্ষ কর্মকর্তা আনাস হাক্কানি বলেন, নীরবে আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বীকৃতি পাচ্ছে তালেবান সরকার। বিশ্বের বিভিন্ন দেশের মৌন স্বীকৃতি পাওয়ার পাশাপাশি আফগানিস্তানের রাজনৈতিক অবস্থারও উন্নয়ন হচ্ছে।
তিনি বলেন, নীরবে বিশ্বের বিভিন্ন দেশের এমন স্বীকৃতি পাওয়ার বিষয়টি হলো আফগান সরকারের রাজনৈতিক প্রচেষ্টার ফল। বর্তমানে আফগানিস্তানের রাজধানী কাবুলে অনেকগুলো দেশের দূতাবাস খোলা হয়েছে। এছাড়া বিশ্বের অনেক দেশে তালেবান নিয়ন্ত্রিত আফগান সরকার তাদের দূতাবাস খুলেছে। এ বিষয়গুলো হলো আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বীকৃতি পাওয়ার অংশ।
এছাড়া আফগানিস্তানের খোস্ত প্রদেশে হওয়া একটি জনসমাবেশে স্থানীয় উপজাতীয় নেতা ও কর্মকর্তাদের সামনে বক্তব্য দেয়ার সময় আনাস হাক্কানি বলেন, আফগানিস্তানে বিভিন্ন জাতি ও গোষ্ঠীর অবস্থানের পরেও দেশটির জাতীয় মূল্যবোধের কোনো ক্ষতি করা যাবে না। এছাড়া তালেবান নিয়ন্ত্রিত আফগান সরকারের শীর্ষ নেতা যে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন তা মান্য করতে হবে দেশটির নিরাপত্তা বাহিনীকে। এরপরেও যদি কোনো আফগান তাদের গোষ্ঠীতে অথবা গ্রামে কোনো সমস্যায় পড়েন তাহলে তারা তালেবান কর্তৃপক্ষের শরণাপন্ন হবেন। এলএবাংলাটাইমস/এলআরটি/আই
[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]
তালেবান নিয়ন্ত্রিত আফগান সরকারের শীর্ষ কর্মকর্তা আনাস হাক্কানি বলেন, নীরবে আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বীকৃতি পাচ্ছে তালেবান সরকার। বিশ্বের বিভিন্ন দেশের মৌন স্বীকৃতি পাওয়ার পাশাপাশি আফগানিস্তানের রাজনৈতিক অবস্থারও উন্নয়ন হচ্ছে।
তিনি বলেন, নীরবে বিশ্বের বিভিন্ন দেশের এমন স্বীকৃতি পাওয়ার বিষয়টি হলো আফগান সরকারের রাজনৈতিক প্রচেষ্টার ফল। বর্তমানে আফগানিস্তানের রাজধানী কাবুলে অনেকগুলো দেশের দূতাবাস খোলা হয়েছে। এছাড়া বিশ্বের অনেক দেশে তালেবান নিয়ন্ত্রিত আফগান সরকার তাদের দূতাবাস খুলেছে। এ বিষয়গুলো হলো আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বীকৃতি পাওয়ার অংশ।
এছাড়া আফগানিস্তানের খোস্ত প্রদেশে হওয়া একটি জনসমাবেশে স্থানীয় উপজাতীয় নেতা ও কর্মকর্তাদের সামনে বক্তব্য দেয়ার সময় আনাস হাক্কানি বলেন, আফগানিস্তানে বিভিন্ন জাতি ও গোষ্ঠীর অবস্থানের পরেও দেশটির জাতীয় মূল্যবোধের কোনো ক্ষতি করা যাবে না। এছাড়া তালেবান নিয়ন্ত্রিত আফগান সরকারের শীর্ষ নেতা যে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন তা মান্য করতে হবে দেশটির নিরাপত্তা বাহিনীকে। এরপরেও যদি কোনো আফগান তাদের গোষ্ঠীতে অথবা গ্রামে কোনো সমস্যায় পড়েন তাহলে তারা তালেবান কর্তৃপক্ষের শরণাপন্ন হবেন। এলএবাংলাটাইমস/এলআরটি/আই
[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]