উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়ায় এক মিনিটের ব্যবধানে স্ত্রীদের তালাক দিয়েছে ৩ সহোদর। ওই তিন স্ত্রী তাদের অসুস্থ শাশুড়ির যত্ন নিতো না বলে অভিযোগ। এ কারণেই ক্ষুব্ধ হয়ে এমন সিদ্ধান্ত নিয়েছে তাদের স্বামীরা। খবর প্রকাশ করেছে গালফ নিউজ।
স্থানীয় মিডিয়ার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বাইরের কাজ থেকে ঘরে ফিরে আসেন ওই ৩ ভাই। এসেই দেখতে পান যে, বাড়ির উঠোনে তাদের বৃদ্ধা অসুস্থ মাকে গোসল করাচ্ছেন প্রতিবেশীরা। কিন্তু তাদের স্ত্রীরা আশেপাশে নেই। এই ঘটনায় প্রচণ্ড ক্ষুব্ধ হন তিন ভাই। উঠোনে দাঁড়িয়েই এক মিনিটের মধ্যে নিজেদের স্ত্রীদের তালাক দেন তারা।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ওই বৃদ্ধার তিন ছেলে ও এক মেয়ে। এতদিন মায়ের দেখাশোনা করতেন মেয়ে। কিন্তু সম্প্রতি তার স্বামীর শরীরে ক্যান্সার ধরা পড়েছে। তাই এখন স্বামীকে সময় দিতে হচ্ছে। এমন অবস্থায় মায়ের সেবা করার জন্য আসতে পারছেন না তিনি।
এলএবাংলাটাইমস/এলআরটি/আই
[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]
স্থানীয় মিডিয়ার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বাইরের কাজ থেকে ঘরে ফিরে আসেন ওই ৩ ভাই। এসেই দেখতে পান যে, বাড়ির উঠোনে তাদের বৃদ্ধা অসুস্থ মাকে গোসল করাচ্ছেন প্রতিবেশীরা। কিন্তু তাদের স্ত্রীরা আশেপাশে নেই। এই ঘটনায় প্রচণ্ড ক্ষুব্ধ হন তিন ভাই। উঠোনে দাঁড়িয়েই এক মিনিটের মধ্যে নিজেদের স্ত্রীদের তালাক দেন তারা।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ওই বৃদ্ধার তিন ছেলে ও এক মেয়ে। এতদিন মায়ের দেখাশোনা করতেন মেয়ে। কিন্তু সম্প্রতি তার স্বামীর শরীরে ক্যান্সার ধরা পড়েছে। তাই এখন স্বামীকে সময় দিতে হচ্ছে। এমন অবস্থায় মায়ের সেবা করার জন্য আসতে পারছেন না তিনি।
এলএবাংলাটাইমস/এলআরটি/আই
[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]