আন্তর্জাতিক

অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন ব্লিনকেন

ইন্দো-প্যাসিফিক সম্পর্কের উন্নয়ন ও চীনের ক্রমবর্ধমান শক্তির বিরোধীতার খাতিরে অস্ট্রেলিয়া সফরে গিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্থনি ব্লিনকেন। বুধবারে মেলবোর্নে অবতরণ করেন ব্লিনকেন। তিনদিন ব্যাপী এই সফরের প্রথম দিনে  ব্লিনকেন ‘কোয়াড’ দেশগুলোর (ভারত, জাপান, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র) বৈঠকে অংশ নেবেন। এসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট ফর ইস্ট এশিয়ান এন্ড প্যাসিফিক পার্টনারশীপ এফেয়ার্সের ড্যানিয়াল ক্রিটেনব্রিংক বলেন,’ কোয়াড মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও পররাষ্ট্রনীতির একটি গুরুত্বপূর্ণ জায়গার দাবিদার। কোয়াডের মাধ্যমে আমরা আঞ্চলিক সহিংসতা দূর করতে পারব ও আঞ্চলিক শান্তি নিশ্চিত করতে পারব।‘  এরপর তিনি ফিজিসহ একাধিক প্যাসিফিক দ্বীপরাষ্ট্র সফরে যাবেন। মূলত, চীনের আঞ্চলিক প্রভাব ও ক্ষমতা হ্রাসের জন্য ব্লিনকেন উক্ত রাষ্ট্রগুলোর রাষ্ট্রপ্রধানের সাথে বৈঠক করবেন। এর পাশাপাশি ইউক্রেন ও রাশিয়া নিয়েও জনমত গড়ে তোলার জন্য কাজ করবেন ব্লিনকেন। এলএবাংলাটাইমস/এমডব্লিউ