রুশ আগ্রাসন ঠেকাতে ইউরোপীয় মিত্রদের একজোট করতে আগামী সপ্তাহে মিউনিখে অনুষ্ঠিত নিরাপত্তা কনফারেন্সে অংশগ্রহণ করবেন ভাইস-প্রেসিডেন্ট কামালা হ্যারিস।
কনফারেন্সে তিনি ইউক্রেনকে নিয়ে মার্কিন পরিকল্পনা ও ন্যাটোর প্রতি মার্কিন সহযোগিতার প্রতিশ্রুতির কথা জোড়ালোভাবে ধরে তুলবেন। এর পাশাপাশি তিনি ইউক্রেন ইস্যু নিয়ে ন্যাটোভুক্ত দেশগুলোর নেতাদের সাথে বৈঠক করবেন। ভাইস প্রেসিডেন্টের ডেপুটি প্রেস সেক্রেটারি সাবরিনা সিং বলেন,’ মিউনিখ কনফারেন্সে অংশগ্রহণের মাধ্যমে আমরা ন্যাটোভুক্ত দেশগুলোর প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন ও প্রতিশ্রুতির প্রমাণ দেখাতে পারব। পাশাপাশি ইউক্রেনের সার্বভৌমত্বের প্রতি ও রুশ আগ্রাসনের বিরুদ্ধে জনমত তৈরি করতে পারব।‘
হ্যারিসের অংশগ্রহণ ইউক্রেনের প্রতি মার্কিন সমর্থনের প্রতিনিধিত্ব করবে। এর পাশাপাশি ইউরোপীয় মিত্রদের রাশিয়ার বিরুদ্ধে অবস্থান নিতে আশ্বস্ত করবে বলে অনেকেই ধারণা করছে। ইউক্রেনের সীমান্তে ১ লাখ সেনা মোতায়েন করেছে রাশিয়া। মঙ্গলবারে ছয়টি রাশিয়ান সামরিক জাহাজ কৃষ্ণ সাগরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। অনেকেই এই পদক্ষেপের মাধ্যমে যুদ্ধে দামামা ধ্বনি শুনতে পাচ্ছে।
এলএবাংলাটাইমস/এমডব্লিউ