আন্তর্জাতিক

ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্কচ্ছেদের হুঁশিয়ারি রাশিয়ার

অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করলে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্কের ইতি টানতে প্রস্তুত বলে জানিয়েছে রাশিয়া । শুক্রবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এমনটি জানিয়েছেন।

ইইউ-এর সঙ্গে সম্পর্কচ্ছেদ করা হবে কিনা এ বিষয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা এর জন্য প্রস্তুত। আপনি যদি শান্তি চান যুদ্ধের জন্য প্রস্তুত হোন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচক হিসাবে পরিচিত বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনি গ্রেফতার ও তার কারাদণ্ড নিয়ে রাশিয়া-পশ্চিমা বিশ্ব সম্পর্কের আরও চরম অবনতি হয়েছে। । মস্কোর ওপর নতুন অর্থনৈতিক অবরোধ আরোপের সম্ভাবনা নিয়ে ইউরোপে আলোচনা চলছে। এর আগেও বিভিন্ন ইস্যুতে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপ।