আন্তর্জাতিক

তিউনিসিয়ায় সৈকতে হামলায় নিহত ৩৯

তিউনিসিয়ার সমুদ্র সৈকতে বন্দুকধারীদের হামলায় অন্তত ৩৯ জন নিহতের খবর পাওয়া গেছে। এ

ঘটনায় আহত হয়েছে আরও ৩৬ জন।
নিহতদের বেশির ভাগই বিদেশি পর্যটক বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। খবর বিবিসি’র।
শুক্রবার উসে শহরের ইম্পেরিয়াল মারহাবা হোটেলের পাশের সৈকতে এ হামলার ঘটনা ঘটে। শহরটি

পর্যটকদের কাছে জনপ্রিয়।
 দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, হামলাকারীদের এক জনকে গুলি করে হত্যা করা হয়েছে। স্থানীয়

সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে, আরেক জন হামলাকারীকে পুলিশ আটক করেছে।