আন্তর্জাতিক

অভিবাসীর তালিকা থেকে কানাডা পিছিয়ে গেলো

অভিবাসীদের দেশ হিসেবে খ্যাত কানাডা, অভিবাসীর তালিকা থেকে  পিছিয়ে গেলো। ব্রাসেলস

ভিত্তিক একটি গবেষণা সংস্থা পৃথিবীর ৩৮টি উন্নত দেশের তালিকা করে তাতে অভিবাসীদের

অধিকার, সুযোগ-সুবিধার জরিপ প্রকাশ করে। তাতে তৃতীয় স্থানে অবস্থারত কানাডা এবার তিন ধাপ

নিচে নেমে ষষ্ঠতে এসেছে।

উল্লেখ্য, বর্তমান রক্ষনশীল সরকার ক্ষমতায় আসার পর কানাডার ইমিগ্রশনে অত্যাধিক কড়াকড়ি

আরোপ করায় অভিবাসীদের  জন্য কানাডার নাগরিকত্ব প্রাপ্তি হ্রাস পেয়েছে। ফলে কানাডা পিছিয়ে

গেলো অভিবাসীর তালিকা থেকে।