উত্তর কোরিয়ার শীর্ষনেতা কিম জং উন বন্যায় ক্ষতিগ্রস্ত গ্রামগুলো পরিদর্শন করেছেন। এসময় বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়িগুলোর পুনর্নির্মাণ কর্মকাণ্ডে নিজের প্রশাসনের সমালোচনা করেছেন তিনি। শুক্রবার উত্তর কোরিয়ার সরকারি সংবাদমাধ্যম রডং সিনমুন এ তথ্য জানিয়েছে।
রডং সিনমুন জানিয়েছে, দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় গ্রাম কিমহোয়া জেলা পরিদর্শনকালে বন্যা পরবর্তী সংস্কার কার্যক্রমের গতি দেখে সন্তোষ প্রকাশ করেছেন কিম জং উন।
উন এ সময় বলেছেন, প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ‘নজিরবিহীন কঠিন সময় যাবে চলতি বছর।’
কিম জং উন অবশ্য বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়িগুলোর নকশার সমালোচনা করেছেন। তিনি এগুলো ‘একঘেয়ে’ উল্লেখ করে আফসোস করেছেন। নিজের প্রশাসনের এ ধরনের সমালোচনা অবশ্য উনের জন্য বিরল।
সফরকালে উনের সঙ্গে ছিলেন তার বোন কিম ইও জং। এই সুবাদে দুই মাস পর উনের বোন প্রকাশ্যে এলেন। কিম ইওকে উত্তর কোরিয়ার দ্বিতীয় শীর্ষ ক্ষমতাশালী বলে মনে করা হয়।
এলএবাংলাটাইমস/এলআরটি/আই
রডং সিনমুন জানিয়েছে, দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় গ্রাম কিমহোয়া জেলা পরিদর্শনকালে বন্যা পরবর্তী সংস্কার কার্যক্রমের গতি দেখে সন্তোষ প্রকাশ করেছেন কিম জং উন।
উন এ সময় বলেছেন, প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ‘নজিরবিহীন কঠিন সময় যাবে চলতি বছর।’
কিম জং উন অবশ্য বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়িগুলোর নকশার সমালোচনা করেছেন। তিনি এগুলো ‘একঘেয়ে’ উল্লেখ করে আফসোস করেছেন। নিজের প্রশাসনের এ ধরনের সমালোচনা অবশ্য উনের জন্য বিরল।
সফরকালে উনের সঙ্গে ছিলেন তার বোন কিম ইও জং। এই সুবাদে দুই মাস পর উনের বোন প্রকাশ্যে এলেন। কিম ইওকে উত্তর কোরিয়ার দ্বিতীয় শীর্ষ ক্ষমতাশালী বলে মনে করা হয়।
এলএবাংলাটাইমস/এলআরটি/আই