আন্তর্জাতিক

চীনে ৪৫০ আরোহী নিয়ে জাহাজডুবি

৪৫০ জন আরোহী নিয়ে একটি জাহাজ চীনের দক্ষিণাঞ্চলের ইয়াংজি নদীতে ডুবে গেছে। ঝড়ের কবলে পড়ে জাহাজটি উল্টে গেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া।
 
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ডুবে যাওয়ার সময় জাহাজটি থেকে কোনো বিপদ সংকেত পাঠানো হয়নি। প্রতিবেদনের আরো জানানো হয়, জাহাজে ভেতরে এখনো অনেকে জীবিত থাকতে পারেন। তবে প্রবল ঝড় ও বাতাসের কারণে উদ্ধার কাজ বাধাগ্রস্ত হচ্ছে।
 
সিনহুয়ার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, জাহাজটি জিয়াংসু প্রদেশের নানজিং থেকে দক্ষিণ-পূর্বের শহর চোংকিংয়ে যাওয়ার পথে স্থানীয় সময় সোমবার রাত সাড়ে নয়টার দিকে উল্টে যায়। জাহাজটিতে ৪০৫ জন যাত্রী, ট্র্যাভেল এজেন্সির পাঁচ কর্মকর্তা ও ৪৭ জন নাবিক ছিলেন। এর মধ্যে জাহাজের ক্যাপ্টেন ও প্রকৌশলীসহ প্রায় ২০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।
খবর বিবিসি ও রয়টার্সের।