সাতসকালেই জাতীয় সড়কের ওপর নেমে গেল আস্ত একটা যুদ্ধবিমান। অবাক দিল্লিবাসী। এমনই ঘটনা ঘটল আজ ভারতের রাজধানী দিল্লির অদূরে যমুনা এক্সপ্রেসওয়েতে।
মিরাজ যুদ্ধবিমানের জরুরি অবতরণের সফল পরীক্ষা হয়ে গেল। রাজধানী দিল্লির অদূরে যমুনা এক্সপ্রেসওয়েতে সাত সকালে নেমে এল মিরাজ-TWO THOUSAND। ভারতের জাতীয় সড়কগুলিতে জরুরি প্রয়োজনে এই বিমান নামানো সম্ভব কিনা, তা পরীক্ষা করাই ছিল এই মহড়ার উদ্দেশ্য।
মহড়ার সময় আকাশে টহল দেয় ভারতীয় বায়ুসেনার একটি হেলিকপ্টার। পরীক্ষার জন্য দিল্লি ও আগ্রার মধ্যে যোগযোগকারী ছয় লেনের যমুনা এক্সপ্রেয়ওয়েতে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ রাখা হয়েছিল।
মিরাজ যুদ্ধবিমানের জরুরি অবতরণের সফল পরীক্ষা হয়ে গেল। রাজধানী দিল্লির অদূরে যমুনা এক্সপ্রেসওয়েতে সাত সকালে নেমে এল মিরাজ-TWO THOUSAND। ভারতের জাতীয় সড়কগুলিতে জরুরি প্রয়োজনে এই বিমান নামানো সম্ভব কিনা, তা পরীক্ষা করাই ছিল এই মহড়ার উদ্দেশ্য।
মহড়ার সময় আকাশে টহল দেয় ভারতীয় বায়ুসেনার একটি হেলিকপ্টার। পরীক্ষার জন্য দিল্লি ও আগ্রার মধ্যে যোগযোগকারী ছয় লেনের যমুনা এক্সপ্রেয়ওয়েতে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ রাখা হয়েছিল।