আন্তর্জাতিক

সিটি নির্বাচনে ভোট কারচুপির তদন্ত চায় জাতিসংঘ

তিন সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির পক্ষ থেকে তোলা ভোট কারচুপির অভিযোগ তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘ মহাসচিব বান-কি মুন। একইসঙ্গে বিরোধী পক্ষ গণতান্ত্রিক পন্থায় নিজেদের উদ্বেগ তুলে ধরবে বলে আশাপ্রকাশ করেছেন তিনি। মঙ্গলবার ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের ভোটের বিষয়ে এই প্রতিক্রিয়া জানিয়েছেন মহাসচিবের মুখপাত্র ফারহান হক।
 
স্থানীয় সময় সন্ধ্যায় তিনি সংবাদ মাধ্যমকে বলেন, ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভোট বর্জনের বিষয়ে মহাসচিব অবগত রয়েছেন। ভোট কারচুপির উত্থাপিত সব অভিযোগ তদন্ত করতে যথাযথ কর্তৃপক্ষকে আহবান জানিয়েছেন মহাসচিব।