আন্তর্জাতিক

উল্কার ধাতু দিয়ে তৈরি বিশ্বখ্যাত ৫ তরবারি

চকচকে ধারালো তরবারি দেখলেই
মনে পড়ে যায় রাজ-রাজড়াদের কথা। তাদের এই বাহারিআর ভয়াল তরবারি কী দিয়ে তৈরি। এসব অনেকতরবারি তৈরি করা হতো গ্রহাণু বা উল্কাপি- থেকেপাওয়া লোহায়। উল্কাখ-কে বিভিন্ন ধাতুর সঙ্গেমিশিয়ে এরপর অ্যাসিডে খোদাই করে এক ধরনেরনকশা তৈরি করা হতো। উল্কাপি-ের লোহায় থাকানিকেলের কারণে তা বেশি রূপালি দেখায়। উল্কাখ- থেকেতৈরি এসব তরবারির মধ্যে রয়েছে অ্যাটাক্সি, সম্রাটজাহাঙ্গীরের তরবারি, জেমস সোয়ার্বির তরবারি,ক্রিস ও টেরি প্র্যাটচেটের তরবারি। পৌরাণিক অনেককাহিনীতে রয়েছে দুরান্দাল, কুসানাগি, লেগবাইটার,এক্সক্যালিবার, জয়িউসি নামের কিংবদন্তির তরবারিরকথা। বিভিন্ন বৈশিষ্ট্যের কারণে এই তরবারিগুলোঅসাধারণ হিসেবে খ্যাতি পেয়েছে। অবশ্য মহাকাশথেকে পৃথিবীতে পড়া উল্কাপি- দিয়ে তৈরি তরবারিওবিশেষ করে সম্রাটদের আকর্ষণ করেছে। তাদেরঅনেকেই একে স্বর্গীয় আশীর্বাদ মনে করেছেন। এবারতরবারিগুলোর সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরা হল।অ্যাটাক্সি তরবারি। তরবারির ঐতিহ্য প্রাচীনআমলের। উল্কাকে ব্যবহার করে তরবারি তৈরি হয়েছেপাঁচ হাজার বছর আগেও। মিসরে সবচেয়ে পুরোনো এধরনের তরবারি পাওয়া গেছে। আধুনিক যুগেরকামারেরাও ঐতিহ্য অনুসরণ করেন। অ্যাটাক্সি নামেরএক ধরনের উল্কাপি- ব্যবহার করে তারা তৈরি করেন এধরনের তরবারি। অ্যাটাক্সিতে ১৮ শতাংশের বেশিনিকেল থাকে। এতে তরবারি বেশি রূপালি দেখায়।সম্প্রতি অপরিচিত এক ক্রেতা তরবারি নির্মাতাএসবিএল লুসিলিনবুরহাসকে দিয়ে অ্যাটাক্সি উল্কাপি-দিয়ে একটি তরবারি তৈরি করিয়ে নিয়েছেন। এই একটিতরবারি তৈরিতে তিন মাস সময় লেগেছে।সম্রাট জাহাঙ্গীরের তরবারিÑ মুঘল সম্রাট জাহাঙ্গীরভাবতেন সৃষ্টিকর্তার আশীর্বাদে তিনি রাজ্যপেয়েছেন। সৃষ্টিকর্তা খুশি হয়ে তাকে কিছু উপহারপাঠান। এ রকম একটি উপহার হচ্ছে তার তরবারি।১৬০৫ সাল থেকে ১৬২৭ সাল পর্যন্ত মুঘল সাম্রাজ্যেরঅধিপতি ছিলেন তিনি। তার শাসনামলে ১৬২১ সালেরদিকে ভারতের পাঞ্জাব অঞ্চলে একটি উল্কাপাতেরঘটনা ঘটে। স্থানীয় এক কর সংগ্রহকারী উল্কাপাতেরবিষয়টি লক্ষ্য করেন। আকাশ থেকে কী পড়ছে, তা খুঁজেদেখতে অধীনস্থ ব্যক্তিদের নির্দেশ দেন তিনি। এসময় মাটি খুব তেতে ছিল। যত খোঁড়া হচ্ছিল, মাটিথেকে তত তাপ বের হচ্ছিল। শেষ পর্যন্ত এক টুকরোগরম লোহার খোঁজ পান ওই কর আদায়কারী। এটিবাড়িতে নিয়ে গিয়ে তিনি একটি ব্যাগে রেখে দেন এবংপরে তা সম্রাট জাহাঙ্গীর পর্যন্ত পৌঁছায়। এইউল্কাপি- দিয়ে দুটি তরবারি ও একটি ড্যাগার (ছোরা)তৈরির নির্দেশ দেন তিনি। লোহার সঙ্গে ওই উল্কাগলিয়ে তৈরি হয় সম্রাটের বিখ্যাত তরবারি। জেমসসোয়ার্বির তরবারি। শিল্পী ও প্রাকৃতিক ইতিহাসবিদহিসেবে পরিচিত জেমস সোয়ার্বি। বিভিন্ন উল্কাপি-সংগ্রহের নেশা ছিল তার। ১৮১৪ সালের দিকেসোয়ার্বি রাশিয়ার সম্রাট আলেকজান্ডার-১-এর জন্যকেপ অব গুড হোপ নামের উল্কাপি- থেকে তৈরি করেনবিশেষ একটি তরবারি। এই তরবারি সম্পর্কে বলা হয়,এই লোহা স্বর্গ থেকে এসেছে। ইংল্যান্ড বেড়ানোরসময় এটি পাওয়া যায়। রাশিয়ার সম্রাট মহামান্যআলেকজান্ডারকে এটি উপহার হিসেবে দেয়া হয়।ইন্দোনেশিয়ার ক্রিস। সাপের মতো আঁকাবাঁকানকশার জন্য ইন্দোনেশিয়ার ক্রিস ছোরা বিখ্যাত।কিন্তু সেখানকার কিছু তরবারির বিখ্যাত হওয়ার কারণআবার আলাদা। ১৭৫০ সালে প্রামবানান মন্দিরের কাছেএকটি উল্কাপাত হয়। এ সময় উল্কার টুকরো ছড়িয়েপড়ে। এর একটি টুকরো জাভার সুরাকার্তায় রাখা হয়।অন্যান্য টুকরোগুলো দিয়ে তৈরি হয় তরবারি। ধারণাকরা হয়, এই উল্কাপি-গুলো দিয়ে তৈরি তরবারিরজাদুকরী ক্ষমতা রয়েছে। উল্কার লোহাকে অ্যাসিডদিয়ে খোদাই করে তরবারি বানানো হয়। এতেপ্যামোর নামের বিশেষ নকশা করা থাকে। প্যামোরক্রিস তরবারিগুলো উচ্চ মর্যাদাসম্পন্ন বলেরাজপরিবারে এর ব্যবহার হতে দেখা যায়। তবে এইতরবারি অস্ত্র হিসেবে ব্যবহারের বদলেআনুষ্ঠানিকতার কাজেই বেশি দেখা যায়। ওয়েবসাইট।