১১৭তম জন্মদিন পালন করার এক মাস পর চিরদিনের জন্য পৃথিবী থেকে বিদায় নিলেন বিশ্বের
সবচেয়ে বয়স্ক ব্যক্তি মিসাও ওকাওয়া। জাপানেরওসাকা শহরের এক নার্সিংহোমে স্থানীয় সময় বুধবার সকালে (জিএমটি মঙ্গলবার সকাল ৭টার)
দিকে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ওইনার্সিংহোমেই থাকতেন তিনি।ঊনবিংশ শতাব্দীতে জন্মগ্রহণ করা ওকাওয়া গতমাসের প্রথম দিকে ১১৭তম জন্মদিন পালন করেন।মৃত্যুর সময় তার তিন মেয়ে, চার নাতি-নাতনি এবংতাদের ছয় ছেলেমেয়ে পাশেই ছিলেন।তার জন্ম ১৮৯৮ সালের ৫ মার্চ। ওই সময় রাইটভ্রাতৃদ্বয় বিমান আবিষ্কার করেন। দ্বিতীয়বিশ্বযুদ্ধের সময় তিনি কিশোরী ছিলেন। মানুষপ্রথম চাঁদে যাওয়ার সময় তার বয়স ছিল ৭০ বছরেরকোঠায়। তার বয়স যখন ১১৪ বছর পূর্ণ হয়, তখনবিশ্বের সবচেয়ে প্রবীণ ব্যক্তি হিসেবে গিনেজওয়ার্ল্ড রেকর্ডস বুকে নাম ওঠে।জাপান দীর্ঘ আয়ুর দেশ হিসেবে পরিচিত। ওকাওয়ামারা যাওয়ার পর গত ফেব্রুয়ারিতে ১১২তমজন্মদিন পালন করা সাকারি মোমই দেশটিরপ্রবীণতম ব্যক্তি বলে জাপানের স্বাস্থ্যমন্ত্রণালয় জানিয়েছে।তবে ওকাওয়া মারা যাওয়ার পর এখন বিশ্বেরসবচেয়ে প্রবীণ ব্যক্তি হিসেবে যুক্তরাষ্ট্রেরনাগরিক গারট্রুডি ওয়েভারকে (যার বয়স ১১৬ বছর)মনে করা হচ্ছে। তবে এর জন্য অনুমোদন পাওয়ালাগবে।
সবচেয়ে বয়স্ক ব্যক্তি মিসাও ওকাওয়া। জাপানেরওসাকা শহরের এক নার্সিংহোমে স্থানীয় সময় বুধবার সকালে (জিএমটি মঙ্গলবার সকাল ৭টার)
দিকে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ওইনার্সিংহোমেই থাকতেন তিনি।ঊনবিংশ শতাব্দীতে জন্মগ্রহণ করা ওকাওয়া গতমাসের প্রথম দিকে ১১৭তম জন্মদিন পালন করেন।মৃত্যুর সময় তার তিন মেয়ে, চার নাতি-নাতনি এবংতাদের ছয় ছেলেমেয়ে পাশেই ছিলেন।তার জন্ম ১৮৯৮ সালের ৫ মার্চ। ওই সময় রাইটভ্রাতৃদ্বয় বিমান আবিষ্কার করেন। দ্বিতীয়বিশ্বযুদ্ধের সময় তিনি কিশোরী ছিলেন। মানুষপ্রথম চাঁদে যাওয়ার সময় তার বয়স ছিল ৭০ বছরেরকোঠায়। তার বয়স যখন ১১৪ বছর পূর্ণ হয়, তখনবিশ্বের সবচেয়ে প্রবীণ ব্যক্তি হিসেবে গিনেজওয়ার্ল্ড রেকর্ডস বুকে নাম ওঠে।জাপান দীর্ঘ আয়ুর দেশ হিসেবে পরিচিত। ওকাওয়ামারা যাওয়ার পর গত ফেব্রুয়ারিতে ১১২তমজন্মদিন পালন করা সাকারি মোমই দেশটিরপ্রবীণতম ব্যক্তি বলে জাপানের স্বাস্থ্যমন্ত্রণালয় জানিয়েছে।তবে ওকাওয়া মারা যাওয়ার পর এখন বিশ্বেরসবচেয়ে প্রবীণ ব্যক্তি হিসেবে যুক্তরাষ্ট্রেরনাগরিক গারট্রুডি ওয়েভারকে (যার বয়স ১১৬ বছর)মনে করা হচ্ছে। তবে এর জন্য অনুমোদন পাওয়ালাগবে।