আন্তর্জাতিক

ওবামা-রাউল হাত মেলালেন

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও কিউবার
প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো পরস্পরের সঙ্গেকরমর্দন করেছেন।বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানোহয়, মধ্য আমেরিকার দেশ পানামায় গতকালশুক্রবার উত্তর ও দক্ষিণ আমেরিকার দেশগুলোরশীর্ষ সম্মেলনে (এসওএ-সামিট অব দ্য আমেরিকাস)মুখোমুখি হন এই দুই নেতা।পানামা সিটিতে গতকাল আমেরিকা মহাদেশেরসপ্তম এই শীর্ষ সম্মেলন শুরু হয়েছে। এতে ৩০টিদেশের প্রেসিডেন্টরা যোগ দিয়েছেন। তাঁদেরমধ্যে আছেন ওবামা ও রাউল।স্নায়ুযুদ্ধকালীন দীর্ঘ বৈরিতার ইতি টেনেযুক্তরাষ্ট্র ও কিউবা গত জানুয়ারি থেকে কূটনৈতিকসম্পর্ক পুনরুদ্ধারের প্রক্রিয়া শুরু করে। এইপ্রক্রিয়াকে এগিয়ে নিতে ওবামা ও রাউল যেআন্তরিক, এসওএ সম্মেলনে তাঁদের করমর্দন সেইইঙ্গিত করে। এসওএ সম্মেলনে এবারই প্রথম অংশনিয়েছে কমিউনিস্ট দেশ কিউবা।সম্মেলন শুরু হওয়ার আগে একটি ছবিতে দেখা যায়,ওবামা ও রাউল উভয়ই টাই, সাদা শার্ট এবং কালোরঙের স্যুট পরা। তাঁরা পরস্পরের সঙ্গে হাতমিলিয়েছেন।হোয়াইট হাউসের পক্ষ থেকে দুই নেতার করমর্দনেরতথ্যের সত্যতা নিশ্চিত করে বলা হয়েছে, ওবামা ওরাউলের মধ্যে অনানুষ্ঠানিকভাবে সংক্ষিপ্তকথাবার্তা হয়েছে।আজ শনিবার দুই নেতার মধ্যে আবার সাক্ষাৎ হবে।সম্মেলনের এক ফাঁকে তাঁদের মধ্যে বৈঠক হতেপারে।২০১৩ সালে দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্টও বর্ণবাদবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলারশেষকৃত্য অনুষ্ঠানে ওবামা ও রাউলের মধ্যে স্বল্পসময়ের জন্য দেখা হয়েছিল। পানামায় তাঁদেরসাক্ষাৎ আরও বেশিক্ষণ স্থায়ী ও বেশিতাৎপর্যপূর্ণ হবে বলে আশা করা হচ্ছে।গতকাল রাতে হোয়াইট হাউসের মুখপাত্র বেন রোডসবলেন, ‘আমরা নিশ্চিতভাবে প্রত্যাশা করতে পারি,সম্মেলনের দ্বিতীয় দিন কাল (আজ শনিবার) তাঁদেরএকে অপরের সঙ্গে দেখা হওয়ার সুযোগ রয়েছে।আমরা তাঁদের মধ্যে একটি আলোচনারও প্রত্যাশাকরি।’গত বুধবার এই সম্মেলনে যোগদানের উদ্দেশেওয়াশিংটন ছাড়ার আগে রাউলের সঙ্গে টেলিফোনেকথা বলেছেন প্রেসিডেন্ট ওবামা।কিউবা-যুক্তরাষ্ট্র সর্বশেষ উচ্চপর্যায়ের বৈঠকহয়েছিল ১৯৫৯ সালে। কিউবার বিপ্লবী নেতাফিদেল কাস্ত্রো এবং তখনকার মার্কিন ভাইসপ্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ওই আলোচনায় অংশনেন। এর দুই বছর পরই দুটি দেশের কূটনৈতিকসম্পর্ক ছিন্ন হয়। কয়েক দশক পর গত বছর বারাকওবামা ও রাউল কাস্ত্রোর ঘোষণার মধ্য দিয়ে দুইদেশের সম্পর্কের ‘নতুন অধ্যায়’ শুরু করার প্রক্রিয়াশুরু হয়। ওবামা তখন বলেন, কিউবার সঙ্গে সম্পর্কছিন্ন রাখার নীতি অকার্যকর প্রমাণিত হয়েছে