আন্তর্জাতিক

ধর্মের নামে বিভেদের রাজনীতি করছে বিজেপি: মমতা

ধর্মের নামে বিভেদের রাজনীতি করছে বিজেপি: মমতা
ধর্মের নামে বিজেপি বিভেদের রাজনীতি করছে বলে দাবি করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, পশ্চিমবঙ্গে কোনভাবেই নাগরিকত্ব সংশোধনী আইন ও জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) আইন কার্যকর করতে দেব না। খবর আনন্দবাজার পত্রিকার।

মঙ্গলবার সংশোধিত নাগরিকত্ব আইন এবং এনআরসির বিরুদ্ধে ফের পথে নামেন মমতা।

এসময় তিনি বলেন, ‘বিজেপি ধর্ম নিয়ে খেলা করছে, তা নিয়ে বিভাজনের রাজনীতি করছে।’

এ দিন দুপুরে বিধান সরণি থেকে তিনি বেলেঘাটা পর্যন্ত মিছিল করেন। মিছিল শুরু হওয়ার আগে বিধান সরণিতে স্বামী বিবেকানন্দের বাড়ির সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন তিনি, এরপর মিছিলে অংশ নেন।

ভারতে গত ১১ ডিসেম্বর কার্যকর হয়েছে নাগরিকত্ব সংশোধন আইন। এতে বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান থেকে নিপীড়নের মুখে পালিয়ে যাওয়া হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি ও খ্রিস্টানদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে।

বিতর্কিত এই আইন পাস করার পর থেকেই ভারতের বিভিন্ন স্থানে সহিংস বিক্ষোভ শুরু হয়েছে। চলমান বিক্ষোভে সহিংসতায় এখন পর্যন্ত ২৩ জন নিহত হয়েছেন।

আন্দোলনকালে সহিংসতায় জড়িত অভিযোগে আটক করা হয়েছে অন্তত এক হাজার জনকে। এর মধ্যে উত্তর প্রদেশেই ৭০৫ জন আটক হয়েছেন।