আন্তর্জাতিক

ইতালিতে জাহাজডুবি, উদ্ধার ১৪৯, নিখোঁজ ২০


ইতালির ল্যাম্পিদুসা দ্বীপের কাছে অভিবাসীসহ এক জাহাজডুবির ঘটনা ঘটেছে।

গত শনিবার বিকেলে ভূমধ্যসাগরীয় ল্যাম্পিদুসা দ্বীপে ঝড়ের কবলে পড়ে জাহাজটি ডুবে যায়।

রোববার দেশটির কর্তৃপক্ষ জানায়, অভিবাসীসহ জাহাজডুবির ঘটনায়  ১৪৯ জনকে উদ্ধার করা হয়েছে।   আরো ২০ জন নিখোঁজ রয়েছেন।

ইতালিয়ান কোস্টগার্ড এক বিবৃতিতে জানায়, উদ্ধারকৃতদের মধ্যে ১৩৩ জন পুরুষ, ১৩ জন নারী এবং ৩ শিশু রয়েছে।  উদ্ধার অভিযান এখনো অব্যাহত রয়েছে।