বিনোদন

এখন ভালো আছেন সৃজিত, জানালেন চিকিৎসকরা

শ্বাসকষ্ট নিয়ে শুক্রবার রাতে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ওপার বাংলার নির্মাতা সৃজিত মুখার্জি। শ্বাসকষ্টের সঙ্গে মাথা ঘোরানোর সমস্যাও ছিল তার।  শনিবার (১৯ এপ্রিল) সকাল থেকে নানা রকম পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা আশ্বস্ত করেছেন, এখন ভালো আছেন সৃজিত। পরিস্থিতি অনেকটাই স্থিতিশীল। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, রক্তে অক্সিজেনের মাত্রা, রক্তচাপ ইত্যাদি নির্ধারিত মাত্রার মধ্যেই রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
 
সম্ভবত, ‘প্যানিক অ্যাটাক’-এর কারণের আচমকা অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। এখনো পর্যবেক্ষণে রয়েছেন পরিচালক। তবে ঠিক কত দিন তাকে হাসপাতালে থাকতে হবে, তা এখনো জানা যায়নি। সম্প্রতি মুক্তি পেয়েছে সৃজিত পরিচালিত ছবি ‘কিলবিল সোসাইটি’। পরমব্রত চট্টোপাধ্যায় ও কৌশানী মুখোপাধ্যায় অভিনীত এই ছবি চুটিয়ে চলছে প্রেক্ষাগৃহে। ছবিমুক্তির পর বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে দর্শকের প্রতিক্রিয়া দেখতে পৌঁছে গিয়েছিলেন সৃজিতও। একদিকে এই ছবির প্রচারণা, অন্যদিকে পরবর্তী ছবি নিয়েও রয়েছে তার ব্যস্ততা।
জুন মাস থেকে ‘লহো গৌরাঙ্গের নাম রে’ ছবির শুটিং শুরু করবেন পরিচালক। একটি নতুন নাটকের মহড়া শুরুরও কথা ছিল। এরই মাঝে আচমকাই শরীর খারাপ। নির্মাতার অসুস্থতার খবরে, দুশ্চিন্তার ভাঁজ প্রায় টলিউডের সকলেরই কপালে। তার দ্রুত সুস্থতা কামনা করছেন সহকর্মী থেকে অনুরাগী সকলেই। এলএবাংলাটাইমস/আইটিএলএস