‘প্রিয়তামা’ সিনেমায় ‘ঈশ্বর’ গানটি আজও যেন সাবার মুখে মুখে। গীতিকবি সোমেশ্বর অলির লেখা গানটি ‘প্রিয়তমা’ সিনেমার মান বাড়িয়েছে তা বোধহয় অনাআসেই বলা যায়। আবারও শাকিব খানের আলোচিত ‘বরবাদ’ সিনেমায় পাওয়া গেলে অলিকে। এই সিনেমার জন্য দুইটি গান লিখেন তিনি। একটির শিরোনাম ‘জিন্দা’, অন্যটি ‘মহামায়া’
‘মহামায়া’; খায়রুল ওয়াসীর সুরে গানটির সংগীতায়োজন করেছেন আমজাদ হোসেন। গানটি গেয়েছেন মাইনুল আহসান নোবেল। গতকাল এটা ইউটিউবে প্রকাশ করা হয়।
গানটি প্রসঙ্গে গীতিকার সোমেশ্বর অলির ভাষ্য, ‘বরবাদ সিনেমার নির্মাতা মেহেদী হাসান হৃদয় চেয়েছিলেন একটি বিরহের গান, যেখানে নায়ককে বিধ্বস্ত ও বিধ্বংসী আচরণ করতে দেখা যাবে। ব্যস, এটুকুই ছিল ব্রিফ। এরপর লিখতে শুরু করি। বেগ পেতে হয়নি। লেখার পর মনে হলো, এই কথাগুলো আমি আগেও বলতে চেয়েছি, কিন্তু এমন কিছু লেখার প্রস্তাব আসেনি বা এমনিতে লিখলেও সেটি উপস্থাপনের সুযোগ বা মাধ্যম ছিল না। এই সিনেমাতে সেটি ঘটতে যাচ্ছে, বিশেষ পাওনা শাকিব খান। এই গান গাওয়ার জন্য টিমের কাছে নোবেলই প্রথম পছন্দ ছিলেন। তিনি দুর্দান্ত গেয়েছেন। খায়রুল ওয়াসী নিজের সর্বোচ্চটা দিয়ে সুর করেছেন আর আমজাদ হোসেন রক ব্যালাড বা এই জাতীয় গানের সংগীতায়োজনে সিদ্ধহস্ত, আবারও প্রমাণ পাওয়া গেল। সবমিলিয়ে মহামায়া দারুণ টিমওয়ার্ক।’
‘জিন্দা’ গান প্রসঙ্গে গীতিকার সোমেশ্বর অলি জানান, ‘জিন্দা গানের প্রস্তাব পাই একবারে শেষ মুহূর্তে, সুরও করা ছিল। খায়রুল ওয়াসীর সুর করা; সিচুয়েশন জানার পর আমি লিখি। এক লেখাতেই পরিচালকের সেটা পছন্দ হয়। গানটা এখনো মুক্তি না পেলেও যারা সিনেমা দেখছেন তাঁদের গানটা পছন্দ হচ্ছে।’
মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় ‘বরবাদ’ সিনেমায় শাকিব খানের নায়িকা ইধিকা পাল। আরও আছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, যীশু সেনগুপ্ত।
প্রসঙ্গত, সোমেশ্বর অলি এর আগে শাকিব খানের জন্য ‘ঈশ্বর’, ‘এক প্রেম’ শিরোনামে দুটি গান লিখেছিলেন; যার মধ্যে ‘ঈশ্বর’ তুমুল সাড়া ফেলেছিল।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
এলএবাংলাটাইমস/আইটিএলএস