বিনোদন

গ্র্যামি বিজয়ী র‍্যাপার জে রককে গ্রেফতার করেছে এলএপিডি

গ্র্যামি অ্যাওয়ার্ডজয়ী র‍্যাপার জে রককে বৃহস্পতিবার সন্ধ্যায় লস এঞ্জেলেস পুলিশ গ্রেফতার করেছে বলে কারাগারের রেকর্ড থেকে জানা গেছে। জে রকের আসল নাম জনি রিড ম্যাককিনজি। লস এঞ্জেলেস পুলিশ জানিয়েছে, সন্ধ্যা ৬টার দিকে তাকে গাড়ি থামিয়ে আটক করা হয়। তবে কেন তাকে প্রথমে থামানো হয়েছিল, তা এখনো স্পষ্ট নয়। পুলিশের দাবি, জে রক তাদের কাছে জানতে চেয়েছিলেন কেন তাকে আটক করা হচ্ছে। কিন্তু অফিসাররা কোনো উত্তর না দেওয়ায় তিনি গাড়ি থেকে পালানোর চেষ্টা করেন। পুলিশ আরও জানিয়েছে, তার গাড়িতে একটি আগ্নেয়াস্ত্র ফেলে যাওয়া হয়েছিল। অস্ত্র আইনের গুরুতর লঙ্ঘনের অভিযোগে তাকে গ্রেফতার করে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে লস এঞ্জেলেস পুলিশ। ৩৯ বছর বয়সী এই র‍্যাপার টপ ডগ এন্টারটেইনমেন্ট (TDE) লেবেলের অধীনে কাজ করেন এবং কেন্ড্রিক লামারের সঙ্গে বেশ কয়েকটি জনপ্রিয় গান উপহার দিয়েছেন। ২০১৯ সালে, তার গান "কিংস ডেড" গ্র্যামি অ্যাওয়ার্ড জেতে। একই বছরে তিনি তার জন্মস্থান ওয়াটস শহরের সম্মানসূচক চাবি গ্রহণ করেন। এলএবাংলাটাইমস/ওএম