জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর সিনেমায় অভিষেক হতে যাচ্ছে। তাও আবার দেশে নয় টালিউডে। কলকাতার পরিচালক প্রতিম ডি গুপ্ত পরিচালিত ‘চালচিত্র’র সিনেমার মাধ্যমে তিনি বড় পর্দায় নাম লেখাতে চলেছেন। বর্তমানে সিনেমার শুটিংয়ে তিনি কলকাতাতেই ব্যস্ত সময় পার করছেন। এরই মধ্যে শুটিংয়ের ফাঁকে ভারতের এক সংবাদমাধ্যকে দেয়া সাক্ষাৎকারে ঢালিউড সুপারস্টার শাকিব খান ও বন্ধু আফরান নিশোকে নিয়ে কথা বলেছেন অপূর্ব।
কথা প্রসঙ্গে অপূর্বের কাছে সেখানকার সংবাদ মাধ্যমের প্রশ্ন ছিল- কিছু দিন আগে নিশো এসেছিলেন কলকাতায়। আপনার ও নিশোর মধ্যে চেহারাগত সাদৃশ্যের কারণে কাকে বেশি বিড়ম্বনায় পড়তে হয়েছে?
এমন প্রশ্নের জবাবে অপূর্ব বলেন, ‘বিড়ম্বনায় নিশোকে পড়তে হয়েছে। প্রচুর মানুষ ওকে অপূর্ব বলে ডাকত। ওকে বেশ ভুগতে হয়েছে তার জন্য। থ্যাঙ্ক গড যে ও নিশো হয়ে উঠতে পেরেছে। আসলে নিশোকে নিয়ে এসেছিলাম আমি। অভিনেতা হওয়ার আগে থেকে আমরা বন্ধু। আমি যখন নাটক শুরু করি, তখনই রাকাত ভাইকে বলি ওকে নাটকে নেয়ার কথা। তার পর মাঝে অন্য কাজে ব্যস্ত ছিল। এখন আবার কাজ শুরু করেছে।’
বাংলাদেশে বড় পর্দার হিরো বলতে কি শুধুই শাকিব খান? এমন এক প্রশ্নের জবাবে অপূর্ব বলেন, ‘এগুলো নিয়ে কথা বলতে চাই না। পরবর্তী প্রশ্নতে চলে যাওয়াই সমীচীন। (একটু থমকে...) আমি শুধু বলতে পারি তিনি ‘সুপারস্টার’। এত বছর ধরে একটা ইন্ডাস্ট্রিকে ধরে রাখতে দম লাগে। সেই সম্মান তার প্রাপ্য। কেউ কারও থেকে কম বা বেশি নয়। সবার জীবনে উত্থান-পতন থাকে। আজ যে ‘সুপারস্টার’, ভবিষ্যতে অন্য কেউ সেই জায়গা নেবে।
এসময় সিনেমায় সেভাবে কাজ না করা নিয়ে অপূর্ব বলেন, আমি ‘গ্যাংস্টার রিটার্নস’ বলে একটা সিনেমা করেছিলাম। কিন্তু আচমকা সিনেমাটা নির্ধারিত সময়ের এক সপ্তাহ আগে মুক্তি পেয়ে যায়। তখন কিছু একটা হয়েছিল। আমি তো সিনেমার লোক না, বুঝতাম না। ওটা একটা তিক্ত অভিজ্ঞতা জীবনের। আমি অপূর্ব হয়েছি নাটকের জন্য। সিনেমার ক্ষেত্রে ব্যাটে-বলে মেলেনি। আসলে কখনও আমার গল্প পছন্দ হয়নি, কখনও পারিশ্রমিক পছন্দ হয়নি। সব কিছু মিললে তবেই তো ভাল কাজ হয়।
এলএবাংলাটাইমস/আইটিএলএস