বিনোদন

স্টুডিওতে মিলল ‘যোধা আকবর’ ও ‘বাজিরাও মাস্তানি’ সিনেমার আর্ট ডিরেক্টরের ঝুলান্ত লাশ

মারা গেছেন বলিউডের তারকা আর্ট ডিরেক্টর ও প্রোডাকশন ডিজাইনার নীতীন চন্দ্রকান্ত দেশাই। আজ বুধবার সকালে করজাতের এনডি স্টুডিও থেকে তার ঝুলান্ত লাশ উদ্ধার করেছেন পুলিশ। তার মৃত্যুতে বলিউডে শোকের ছায়া নেমে এসেছে। খবর: টাইমস অব ইন্ডিয়া। জানা গেছে, করজাতের এই স্টুডিওর মালিক তিনি নিজেই। ‘বিগ বস’-এর মতো রিয়েলিটি শো-এর আসর বসেছিল এই এনডি স্টুডিওতে। নীতীন দেশাই তার ২০ বছরের ফিল্মি ক্যারিয়ারে সঞ্জয় লীলা বানসালি, বিধু বিনোদন চোপড়া, আশুতোষ গোয়ারিকর, রাজকুমার হিরানির মতো তাবড় পরিচালকদের সঙ্গে কাজ করেছেন। এজন্য তিনি চারবার জাতীয় পুরস্কার লাভ করেছেন। অসংখ্য ব্লকবাস্টার হিন্দি ছবির নেপথ্য নায়ক ছিলেন নীতীন দেশাই। ‘লগান’, ‘১৯৪২ আ লাভ স্টোরি’, ‘যোধা আকবর’, ‘দেবদাস’, ‘হাম দিল দে চুকে সনম’, ‘বাজিরাও মাস্তানি’, ‘ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বাই’-এর মতো আরও অনেক ছবির জমকালো সেট নির্মাণ করেছিলেন তিনি। তার শেষ কাজ ছিল পরিচালক আশুতোষ গোয়ারিকরের সঙ্গে। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘পানিপথ’ ছবির আর্ট ডিরেক্টর ছিলেন নীতীন। ২০০৫ সালে তিনি করজাতে এনডি স্টুডিও নির্মাণ করেন। ৫২ একর জমির ওপর নির্মিত এই স্টুডিওতে অসংখ্য ছবির সেট নির্মাণ করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ‘যোধা আকবর’।



এলএবাংলাটাইমস/আইটিএলএস