বলিউড সুপারস্টার রণবীর কাপুর একটা সময় প্লে-বয় হিসেবেই বেশি পরিচিত ছিলেন। বলিউডের সেরা সেরা নায়িকারা তার প্রেমে হাবুডুবু খেয়েছে। সেই সম্পর্কগুলো টেকেনি। শেষ পর্যন্ত আলিয়া ভাটে থিতু হয়েছেন রণবীর। আলিয়ার সঙ্গে দাম্পত্য জীবন নিয়ে বরাবরই খোলামেলা এই অভিনেতা। এবার তার দু:সময়ে আলিয়ার ভূমিকার কথা সামনে আনলেন।
অভিনেতা জানান, বিচ্ছেদের পরে তিনি খুবই ভেঙে পড়েছিলেন। আলিয়ার দিকে ইঙ্গিত করে তিনি মুন্নাভাই এমবিবিএস ছবির একটি গানের প্রসঙ্গে টেনে বলেন- ‘কিন্তু তারপরেই মহল্লায় ঐশ্বরিয়া এলো।' এর আগে বলিউডের দুই জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও দীপিকা পাড়ুকোনের সঙ্গে প্রেম করেছেন রণবীর। কিন্তু দুর্ভাগ্যবশত দুজনের সঙ্গেই বিচ্ছেদ ঘটেছে তার।
নিজের সর্বশেষ সিনেমা 'তু ঝুঠি ম্যায় মাক্কার' এর প্রচারকে সামনে রেখে সম্প্রতি সিদ্ধার্থ কান্নানকে সাক্ষাৎকার দিয়েছেন রণবীর। এ সময় প্রশ্নকর্তা তাকে জিজ্ঞেস করেন, কখনও কি প্রেমে পড়ে এমন মনে হয়েছে যে, হ্যাঁ, শেষ পর্যন্ত আমি জীবনের একটা উদ্দেশ্য খুঁজে পেলাম? এর জবাবে 'হ্যাঁ'-সূচক উত্তর দেন রণবীর।
অভিনেতা আরও জানান, বিচ্ছেদের পরে তিনি খুবই ভেঙে পড়েছিলেন এবং এরপরেই আলিয়ার দিকে ইঙ্গিত করে তিনি মুন্নাভাই এমবিবিএস ছবির একটি গানের প্রসঙ্গে টেনে বলেন- 'কিন্তু তারপরেই মহল্লায় ঐশ্বরিয়া এলো।" অর্থাৎ, তখনই আলিয়া তার জীবনে আসেন এবং তার বাহুডোরেই স্বস্তি খুঁজে পেয়েছেন তিনি। সম্প্রতি মুক্তি পেয়েছে রণবীর কাপুর ও শ্রদ্ধা কাপুর অভিনীত ছবি 'তু ঝুঠি ম্যায় মাক্কার'। আগামীতে তাকে দেখা যাবে 'অ্যানিমেল' ছবিতে রাশ্মিকা মান্দানার বিপরীতে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
এলএবাংলাটাইমস/আইটিএলএস
এলএবাংলাটাইমস/আইটিএলএস