বিনোদন

হাসির রাজা কাঁদাতেও জানেন!

ভারতের সবাই তাকে ‘কমেডি কিং’ হিসেবে চেনেন। বোকাবাক্সের পর্দায় যখন তার অনুষ্ঠান আসে, তখন হাসির ফোয়ারা ফোটে দর্শকের মুখে। শুধু টিভি অনুষ্ঠান নয়, কোনও অ্যাওয়ার্ড শো হোক বা লাইভ প্রোগ্রাম, সবখানেই তার ত্বরিত উচ্চারণের কথা মানুষকে বিনোদিত করে। হ্যাঁ, বলা হচ্ছে কপিল শর্মার কথা। নিজের নামে ‘দ্য কপিল শর্মা শো’ অনুষ্ঠান করেই তিনি খ্যাতি পেয়েছেন। কিন্তু হাসির রাজা যে অভিনয়েও পাকা, সেই অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকের চোখে জলও আনতে পারেন, এবার তা-ই প্রমাণ হলো! ছবির নাম ‘জিগাটো’। নির্মাণ করেছেন বলিউডের প্রশংসিত নির্মাতা নন্দিতা দাস। এতে একজন ডেলিভারি ম্যানের চরিত্রে অভিনয় করেছেন কপিল শর্মা। বুধবার (১ মার্চ) প্রকাশ হয়েছে এর ট্রেলার। আর তা দেখে দর্শক কিছুটা দ্বিধায় পড়তেই পারেন—ইনি আসলেই কপিল তো! রেটিংনির্ভর ডেলিভারিম্যান রূপে কপিল নিজেকে যেভাবে উপস্থাপন করেছেন, তাতে মুগ্ধ না হয়ে উপায় নেই। ফলে একদিনেই ট্রেলারটির ভিউ ছাড়িয়েছে ৭ মিলিয়ন। আর মন্তব্যের ঘরে আসছে প্রশংসার বান। গেলো বছরের সেপ্টেম্বরে ৪৭তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে ‘জিগাটো’। এরপর অক্টোবরে ২৭তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এর এশিয়ান প্রিমিয়ার হয়। সেখানে কোরিয়ান দর্শকরা ছবিটি দেখে রীতিমতো কেঁদে ফেলেছিলেন। কপিল বলেন, ‘ছবিটা দেখার পর তারা কাঁদছিল। এমনকি তারা এটাও জানে না যে আমি আসলে কমেডির জন্য পরিচিত! সুতরাং আমার মনে হয় দর্শক ছবিটি দেখে হতাশ হবেন না।’ কপিল শর্মা জানান, নন্দিতা দাস যখন তাকে এই চরিত্রের জন্য প্রস্তাব দিয়েছিলেন, তার বিশ্বাসই হয়নি। কারণ, এমন চরিত্রে কেউ তাকে ভাবতে পারে, এটা কল্পনাও করেননি তিনি। কপিলের ভাষ্য, ‘‘আমি জানতে চেয়েছিলাম, কেন আমাকে নিচ্ছেন? জবাবে তিনি যা বলেছেন, সেটা প্রশংসা নাকি অপমান আমি বুঝতে পারিনি! তিনি বলেছেন, ‘যদি আন্তর্জাতিক তারকা শাহরুখ খানও রাজি হতেন ছবিটি করতে, তাও আমি তাকে নিতাম না। বরং তোমাকে (কপিল) নিতাম। কারণ, তোমার মধ্যে একটা সাধারণ চেহারা আছে। এটা ভিড়ের মধ্যে যেকোনও জায়গায় মানিয়ে যায়’।’’ ‘জিগাটো’ ছবিতে মূলত ডেলিভারি ম্যানদের জীবনের সংকট ও কষ্টগুলো উঠে এসেছে। এতে কপিল শর্মার সঙ্গে আরও অভিনয় করেছেন সাহা গোস্বামী, গুল পনাগ, সায়ন্তী গুপ্ত প্রমুখ। আগামী ১৭ মার্চ ছবিটি মুক্তি পাবে।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস


এলএবাংলাটাইমস/আইটিএলএস