আবারও বলিউডের ‘গ্লোবাল আইকন’ প্রিয়াঙ্কা চোপড়াকে দেখা যাবে হলিউডের সিরিজে। নাম ‘সিটাডেল’, যেখানে তিনি প্রথম অভিনয় করেছেন সিক্রেট এজেন্টের চরিত্রে। এরই মধ্যে এই ওয়েব সিরিজের প্রথম ঝলক প্রকাশ করা হয়েছে। যেখানে দেখা গেছে, আলো-আঁধারিতে এক ট্রেনের কামরায় বন্দুক হাতে বসে রয়েছেন প্রিয়াঙ্কা।
পরনে লাল পোশাক, ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক। তাঁর চোখমুখের কঠিন অভিব্যক্তি; প্রকাশ করছে চরিত্রের ধরন। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো থেকে জানা গেছে, ‘সিটাডেল’ সিরিজে প্রিয়াঙ্কা অভিনয় করেছেন নাদিয়া সিং নামের এক সিক্রেট এজেন্টের চরিত্রে। তাঁর বিপরীতে আছেন ‘গেম অব থ্রোন্স’খ্যাত তারকা রিচার্ড ম্যাডেন। সিরিজের গুরুত্বপূর্ণ আরও কিছু দেখা যাবে স্ট্যানলি টাসি, লেসলি ম্যানভিলর মতো অভিনয়শিল্পীদের। এক বছর আগে শুরু হয়েছিল রুশো ব্রাদার্সের এই ওয়েব সিরিজে নির্মাণ। তখন থেকেই দর্শক এর প্রতীক্ষায় ছিলেন।
অবশেষে প্রথম ঝলক প্রকাশের পর নির্মাতার জানিয়ে দিলেন আসছে এপ্রিলে আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাচ্ছে প্রিয়াঙ্কার চ্যালেঞ্জিং চরিত্রে এই সিরিজটি।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
এলএবাংলাটাইমস/আইটিএলএস