রাজধানীর পান্থপথ থেকে এক ককটেল হামলাকারীকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে পুলিশের বিরুদ্ধে। প্রত্যক্ষদর্শীরা জানায়, তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) রকিবুল ইসলাম সোমবার রাত ৯টার দিকে পান্থপথের অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটির সামনের সড়ক থেকে জসিম নামের এক ককটেল হামলাকারীকে ছাড়িয়ে নেন। এসময় জসিমকে হাতেনাতে ধরা ভাস্কর ধর নামের একজনকে মারধর করেন ওই পুলিশ কর্মকর্তা। এ বিষয়ে জানতে চাইলে এসআই রকিবুল ইসলাম অভিযোগটি অস্বীকার করেন। তিনি মোবাইল ফোনে সমকালকে বলেন, 'অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটির সামনে কিছু ছাত্রলীগের ছেলে বসা ছিল। আমি কাউকে ছাড়িয়ে নেইনি।' কলাবাগান থানা ছাত্রলীগের সভাপতি ফারুক হোসেন জানান, রাত পৌনে ৯টার দিকে পান্থপথে একটি ককটেলের বিস্ফোরণ ঘটায় 'ককটেল মনিরের' সহযোগী জসিম। স্থানীয়রা তাকে ধরে ফেলে। এরপর রাস্তার বিপরীত পাশে সাদা পোশাকে অবস্থান করা তেজগাঁও থানা পুলিশের উপপরিদর্শক রকিবুল ইসলাম ও আরেক ব্যক্তি এসে তাকে ছাড়িয়ে নেন। তিনি জানান, ঘটনাস্থল কলাবাগান থানা এলাকায় হওয়ায় তাকে (রাকিব) চ্যালেঞ্জ করলে ভাস্করকে মারধর করেন ওই পুলিশ সদস্য। পরে তাকে কমফোর্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এ প্রসঙ্গে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল জানান, একটি ককটেল বিস্ফোরণের পর স্থানীয় লোকজন একজনকে ধরেছে বলে শুনেছি। তখন সাদা পোশাকে থাকা তেজগাঁও থানার এক এসআইর সঙ্গে তাদের কিছুটা ভুল বোঝাবুঝি হয়েছে।