বাংলাদেশ

বই জীবনকে গড়ে তোলার সুযোগ দেয়: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 'বই মনের খোরাক জোগায়। বই পড়া ছাড়া জানি না কিভাবে সময় কাটানো যায়? শত ব্যস্ততার মধ্যেও চেষ্টা করি বই পড়ার। জীবনকে গড়ে তোলার সুযোগ দেয় বই। বই পড়ার অভ্যাস সবার জন্যই প্রয়োজন।'
রোববার বিকেলে বাংলা একাডেমি চত্বরে অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। শেখ হাসিনা বলেন, 'শিক্ষিত জাতি হলেই দারিদ্র্যমুক্ত জাতি গড়ে তুলতে পারব। আমাদের লক্ষ্য সেটাই, দেশকে দারিদ্র্যমুক্ত হিসেবে গড়ে তুলতে চাই।' বক্তব্যের পর প্রধানমন্ত্রী অমর একুশে গ্রন্থমেলা ২০১৫ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন। এসময় আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে গ্রন্থমেলা পরিদর্শন করেন তিনি। এর মধ্য দিয়ে বাংলা একাডেমি চত্বর ও সোহরাওয়ার্দী উদ্যানে ভাষার মাস ফেব্রুয়ারিতে শুরু হলো মাসব্যাপী বইমেলার। প্রধানমন্ত্রী বলেন, বাংলা একাডেমি চত্বরে বই মেলার মাধ্যমে অনেক বড় সম্মেলনের সুযোগ হয়। এটি একটি ভিন্ন জগত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, 'এমন একটি সময় বইমেলা হচ্ছে। আসলে অমাদের দুর্ভাগ্য, যখন আমরা স্বপ্ন দেখি তখনই কোথা থেকে যেন একটি কালো মেঘ আসে। তিনি বলেন, 'কেউ যদি রাজনীতিতে ভুল করে তবে তার সে মাশুল দিতে হবে। সাধারণ মানুষ যারা তারা কী অপরাধ করেছে যে তাদের মারতে  হবে?' আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেন, 'পেট্রোলবোমা মেরে মানুষ মারা কোনো রাজনীতি হতে পারে না। এটি জঙ্গিবাদ। মানুষ একটু সুন্দরভাবে বাঁচতে চায়। আমরা শান্তি চাই।' শেখ হাসিনা বলেন, '২০১৪ সালেও এমন হয়েছে। সাধারণ মানুষকে মারা হয়েছে। এই সন্ত্রাসীদের কাছে বাঙালি জাতি কখনই পরাজয় মানবে না। আমরা আর পোড়া মানুষের আর্তচিৎকার শুনতে চাই না। আর যেন মানুষকে পুড়িয়ে মারা না হয়।'