স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি সাধারণ মানুষকে হত্যা করছে। তারা রাজনৈতিক আন্দোলন না করে সন্ত্রাসী কার্যকলাপ করছে। বিএনপি এখন কোনো রাজনৈতিক দল নয়।আজ রোববার সিরাজগঞ্জের কাজীপুরে আর আই এম ডিগ্রি কলেজ মাঠে প্রয়াত মোহাম্মদ সেলিমের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বিএনপি এখন জামায়াতের ঘাড়ে ভর করে জঘন্য কাজে লিপ্ত হয়েছে। সাধারণ মানুষকে হত্যা করে তারা কী করতে চায়? এ প্রশ্ন এখন দেশবাসীর কাছে। নাসিম বলেন, গতকাল শনিবার রাতে সিরাজগঞ্জে পেট্রলবোমা মেরে একজন ব্যবসায়ীকে তারা হত্যা করেছে। পেট্রলবোমা মেরে মানুষ হত্যা করা কেমন রাজনীতি। এই হত্যা করে তাদের কী লাভ হয়েছে। গণতন্ত্রের কোথায় লেখা আছে যে মানুষ খুন করতে হবে।কলেজের অধ্যক্ষ আবদুল মান্নান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তব্য দেন কাজীপুরের উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হক প্রমুখ।
মন্ত্রী বলেন, বিএনপি এখন জামায়াতের ঘাড়ে ভর করে জঘন্য কাজে লিপ্ত হয়েছে। সাধারণ মানুষকে হত্যা করে তারা কী করতে চায়? এ প্রশ্ন এখন দেশবাসীর কাছে। নাসিম বলেন, গতকাল শনিবার রাতে সিরাজগঞ্জে পেট্রলবোমা মেরে একজন ব্যবসায়ীকে তারা হত্যা করেছে। পেট্রলবোমা মেরে মানুষ হত্যা করা কেমন রাজনীতি। এই হত্যা করে তাদের কী লাভ হয়েছে। গণতন্ত্রের কোথায় লেখা আছে যে মানুষ খুন করতে হবে।কলেজের অধ্যক্ষ আবদুল মান্নান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তব্য দেন কাজীপুরের উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হক প্রমুখ।