বাংলাদেশ

ফোনালাপ: এখনো দাবিতে অনড় বিএনপি

ভারতে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সভাপতি অমিত শাহের সঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ফোনালাপের বিষয়ে এখনো নিজের দাবিতে অনড় বিএনিপি।শনিবার রাতে বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দাবি করেন, খালেদা জিয়ার সঙ্গে অমিত শাহের টেলিফোন আলাপের যে তথ্য তিনি গণমাধ্যমকে দিয়েছেন তা সঠিক। দু'জন টেলিফোনে কথা বলার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন। বিবৃতিতে তিনি বলেন, বিএনপি চেয়ারপারসনের সঙ্গে অমিত শাহের ফোনালাপ নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে, আশা করি এখানেই তার অবসান ঘটবে। এর আগে শনিবার বিকেলে যোগাযোগ করলে টেলিফোনে অমিত শাহ বলেন, 'বিএনপি নেত্রী খালেদা জিয়ার সঙ্গে আমার কোনো কথা হয়নি। এটা সম্পূর্ণ গুজব। প্রকাশিত খবরটির কোনো ভিত্তি নেই।' তিনি একাধিকবার উচ্চারণ করেন, 'কহি বেসিস নেহি'। গত ৮ জানুয়ারি সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান ঢাকায় সংবাদ সম্মেলনে জানান, ভারতের ক্ষমতাসীন দল বিজেপি সভাপতি অমিত শাহ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ফোন করেছিলেন। পর দিন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ সংবাদ সম্মেলন করে জানান, তারা খোঁজ নিয়ে দেখেছেন, বিজেপি সভাপতি খালেদা জিয়াকে ফোন করেননি। এটি বিএনপির মিথ্যাচার। শনিবার বিকেলে সমকাল এবং কয়েকটি টিভি চ্যানল পৃথকভাবে যোগাযোগ করলে অমিত শাহ নিজেই জানিয়ে দেন, তার সঙ্গে খালেদা জিয়ার ফোনালাপ হয়নি। এটি সম্পূর্ণ গুজব ও ভিত্তিহীন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আপনি ফোন করেছেন কি না বেসরকারি টিভি চ্যানেল ২৪ এর এমন প্রশ্নে অমিত শাহ বলেন, 'আমি ফোন করিনি। এটি পুরোটাই গুজব। আমি বাইরে কোনো ফোন করিনি।'