সাংসদ ছবি বিশ্বাসের ওপর হামলার অভিযোগে পুলিশের করা মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীকে পাঁচদিন পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।শুক্রবার বিকেলে শাহবাগ থানা পুলিশ শমসের মবিনকে ঢাকার মহানগর হাকিম এমদাদুল হকের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন জানায়। অন্যদিকে শমসের মবিনের পক্ষ থেকে তার জামিন চেয়ে আবেদন করা হয়। শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে শমসের মবিনকে পাঁচদিন পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। দুর্নীতির দুই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আদালতে হাজিরাকে কেন্দ্র করে গত ২৪ ডিসেম্বর রাজধানীর বকশীবাজারে বিএনপি কর্মীদের সঙ্গে ছাত্রলীগ কর্মীদের সংঘর্ষ হয়। সংঘর্ষের মধ্যেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে নেত্রকোনা-১ আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্য ছবি বিশ্বাসের ওপর হামলা চালানো হয়। এতে ছবি বিশ্বাস আহত হন। ছবি বিশ্বাসের ওপর হামলার এ ঘটনায় ওইদিন রাতেই পুলিশ বাদী হয়ে ২৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও ৫০/৬০ জনকে আসামি করে শাহবাগ থানায় মামলা করে। বৃহস্পতিবার রাতে রাজধানীর বনানীর ডিওএইচএসের বাসা থেকে শমসের মবিনকে আটকের পর এই মামলায় তাকে গ্রেফতার দেখায় পুলিশ। এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কেও এই মামলায় গ্রেফতার করে পুলিশ।