বাংলাদেশ

অবরোধ কাগজে-কলমে, বাস্তবে নেই: মেনন

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, 'অবরোধ আছে শুধু মাত্র কাগজে-কলমে, বাস্তবে নেই। এই অবরোধ কেউ-ই মানছেন না, আমরাই আছি রাজপথে। অবরোধ দিয়ে জাতীয় অগ্রগতি থামানো যাবে না।'
শুক্রবার বেলা ১২টার দিকে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ফেরীঘাট এলাকার পদ্মা পাড়ে দিনব্যাপী 'জাতীয় ঘুড়ি উৎসব' উদ্বোধন শেষে মন্ত্রী এ সব কথা বলেন। এসময় মন্ত্রী আরও বলেন, 'অবরোধের কারণে কক্সবাজার সমুদ্র সৈকতে এবার জাতীয় ঘুড়ি উৎসব করা গেল না। কক্সবাজারের পরিবর্তে মুন্সীগঞ্জে পদ্মা পাড়ে এই ঘুড়ি উৎসব চলবে আজ দিনব্যাপী।' এ সময় মন্ত্রীর সাথে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল, জাতীয় ঘুড়ি ফেডারেশনের সভাপতি এ আর খান প্রমুখ।