বাংলাদেশ

পেট্রোল বোমা ছাড়লে বিএনপিকে গণধোলাই: হাছান

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ২০১৩ সালের মতো বিএনপি আবারও পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করলে তাদের ধোলাই দেবে জনগণ।পেট্রোল বোমা ছাড়লে বিএনপিকে গণধোলাই: হাছানবৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে 'ঠিকানা ৭১' আয়োজিত বঙ্গবন্ধুকে নিয়ে তারেক জিয়াসহ বিএনপির আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে সমাবেশে তিনি এ কথা বলেন।

হাসান মাহমুদ বলেন, 'এতিমদের টাকা আত্মসাতের মামলায় খালেদার শাস্তি হবে জেনেই তিনি আদালত এলাকায় গুণ্ডাবাহিনী নিয়ে বিশৃঙ্খলা করেছেন। আদালতে হাজিরা দেওয়ার তারিখ আসলেই খালেদা হরতাল-অবরোধ দিয়ে বিশৃঙ্খলা করেন। মুক্তিযোদ্ধা ছবি বিশ্বাসের গাড়িতে আগুন দিয়ে বিএনপি প্রমাণ করেছে তারা মুক্তিযুদ্ধ বিরোধী দল।'
মির্জা ফখরুলের উদ্দেশে হাছান মাহমুদ বলেন, 'হাদিসে আছে মিথ্যা বললে আয়ু কমে যায়। খালেদা বিএনপির সাবেক মহাসচিবদের দিয়ে মিথ্যা কথা বলাতেন, তাই তারা অকালেই মারা গেছেন। আপনি মিথ্যা কথা বলা পরিহার করুন।  নাহলে আপনারও আয়ু কমে যেতে পারে।'
সংগঠনের সভাপতি অধ্যাপক ফজলুল হকের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন- শফিকুল ইসলাম ভূঁইয়া, বদিউল আলম বদি, এমএ করিম, মনোরঞ্জন ঘোষাল প্রমুখ।