বাংলাদেশ

পিরোজপুরে তারেক রহমানের বিরুদ্ধে মানহানি মামলা, গ্রেফতারি পরোয়ানা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 'রাজাকার', 'পাকবন্ধু' বলে অভিহিত করায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মানহানি মামলা করেছে পিরোজপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি আলাউদ্দিন খান।
সোমবার পিরোজপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আবুল বাসারের আদালতে এ মামলা দায়ের করলে বিজ্ঞ বিচারক মামলাটি আমলে নিয়ে শুনানি শেষে তারেক জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আদেশ দেন।একই সময় জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন অপর আর একটি মামলায় বাংলাদেশের সার্বভৌমত্ব বিনষ্ট করা এবং উস্কানিমূলক বক্তব্য প্রদানের অভিযোগ এনে তারেক রহমানের বিরুদ্ধে একই আদালতে আর একটি মামলা দায়ের করেন। শুনানি শেষে বিজ্ঞ বিচারক অভিযোগটি থানায় প্রেরন করে এফআইআর করার আদেশ দেন।