বাংলাদেশ

ছাত্রের বিরুদ্ধে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ

এবার রাজধানীর মিরপুরেই এক ছাত্রের বিরুদ্ধে শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বিয়ের প্রলোভন দেখিয়ে রিয়াজ হোসেন বাবু (২৪) নামের এক ছাত্র তার শিক্ষিকার সাথে শারিরীক সম্পর্ক করেছেন বলে অভিযোগ করা হয়েছে। ধর্ষণের অভিযোগে মিরপুর থানায় মামলা করেছেন ওই শিক্ষিকা।অভিযোগকারী শ্যামলীর বিআইএসডিটি ফ্যাশন টেকনোলোজি কলেজে শিক্ষকতা করেন। আর অভিযুক্ত বাবু ওই কলেজেরই ছাত্র। তিনি পলাতক রয়েছেন।মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মইনুল ইসলাম বলেন, "মামলার আসামি বাবু বিআইএসডিটি ফ্যাশন টেকনোলোজির ছাত্র। বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেছে বলে শিক্ষিকা অভিযোগ করেছেন।এজাহারে শিক্ষিকা উল্লেখ করেন, গত ৯ সেপ্টেম্বর থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত বাবু তাকে প্রেম ও বিয়ের মিথ্যা প্রলোভন দেখিয়ে একাধিকবার মেসে নিয়ে যায়। তাকে মিরপুরের ডি ব্লকের ৪ নম্বর রোডের ৭ নম্বর বাসায় নিয়ে একাধিকবার ধর্ষণ করে। এখন বিয়ে করতে অস্বীকার করছে।পুলিশ জানায়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রোববার দুপুরে অভিযোগকারী শিক্ষিকার শারীরীক পরীক্ষা করানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে ধর্ষণের ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে। তবে আসামি বাবু পলাতক রয়েছেন।