স্বাধীনতার ৪৩ বছর পার হলেও পাকিস্তানসেনাবাহিনীর আত্মসমর্পণের দলিল নেই
একটি প্রতিরূপ রয়েছে ভারতে। তবে এ তথ্য জানেনবাংলাদেশের কাছে। মূল দলিল এবং এর
স্মারকটি সংগ্রহের উদ্যোগ নিয়েছে জাতীয়না খোদ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। আত্মসমর্পণের
জাদুঘর।
করে পাকিস্তান সেনাবাহিনী। পাকিস্তান১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর; বিকেল ৪টা ৩১
মিনিট। তৎকালীন রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ
যৌথ বাহিনীর পক্ষে সই করেন লে. জে. জগজিৎসেনাবাহিনীর পক্ষে এই টেবিলের ওপরেই
আত্মসমপর্ণ দলিলে সই করেন লে. জে নিয়াজি আর
সিং অরোরা।
বাহিনীর নিঃশর্ত আত্মসমর্পণের দলিল নেইস্বাধীনতার ৪৩ বছর অতিক্রম করেছে বাংলাদেশ।
কিন্তু মুক্তিযুদ্ধে পরাজিত পাকিস্তানি হানাদার
রাষ্ট্রের কাছে। স্বাধীনতার গুরুত্বপূর্ণ
সংগ্রহে আছে দলিলের একটি প্রতিরূপ।দলিলটি যে দেশেই নেই, তাও জানে না সরকার।
আত্মসমর্পণ দলিলের মূল কপিটি আছে ভারত
সরকারের কাছে। জগজিৎ সিং অরোরার ব্যক্তিগত
ব্যক্তি পর্যায়ে যোগাযোগ করে জগজিৎ
মুক্তিযুদ্ধে পাকিস্তান বাহিনীর আত্মসমর্পণেরসিং অরোরার কাছ থেকে আত্মসমর্পণ দলিলের
প্রতিরূপটি সংগ্রহের চেষ্টা করছে জাতীয়
জাদুঘর।
জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ বলছে, সব ঠিক
থাকলে আগামী বছরের ষোলোই ডিসেম্বরের আগেই
স্মারক দেখতে পাবে বাংলাদেশের মানুষ।