বাংলাদেশ

ডুবে যাওয়া ট্যাঙ্কারের মাস্টারের লাশ উদ্ধার

আজ রোববার সকাল ৬টার দিকে সুন্দরবনের মৃগামারী এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। গত মঙ্গলবার ট্যাঙ্কারডুবির ঘটনার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পুলিশ জানায়, মোকসেদের একটি পা ভাঙা ও মুখে আঘাতের চিহ্ন ছিল। আর পুরো শরীরে তেল মাখানো। ধারণা করা হচ্ছে দুর্ঘটনার সময় বড় ধরনের আঘাতে তার মৃত্যু হয়। গত মঙ্গলবার সুন্দরবনের শ্যালা নদীতে ৩ লাখ ৫৭ হাজার ৬৬৪ লিটার ফার্নেস অয়েলবাহী সাউদার্ন স্টার-৭ নামে একটি ট্যাঙ্কার একটি কার্গোর ধাক্কায় ডুবে যায়। এই ফার্নেস অয়েল নিঃসরিত হয়ে ১০ হাজার বর্গকিলোমিটারের (বাংলাদেশ অংশে ৬ হাজার) সুন্দরবনের প্রায় ৮০ বর্গকিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়েছে বলে পরিবেশবিদদের ধারণা।নদীতে ডুবে যাওয়া ট্যাঙ্কারটি বৃহস্পতিবার সকালে উদ্ধার করে এক কিলোমিটার দূরে একটি চরে নিয়ে রাখা হয়েছে।