আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দেশের কোনো উন্নয়ন হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।শনিবার বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে ২০ দলীয় জোটের উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।খালেদা জিয়া বলেন, "ক্ষমতায় থাকতে আমরা কিছু উন্নয়ন করেছিলাম। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আর উন্নয়ন করে নাই। আমরা উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। তারা জনগণের কল্যাণে, উন্নয়নে, গণতন্ত্রে বিশ্বাস করে না।"'আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের দল নয়' উল্লেখ করে বিএনপি চেয়ারপার্সন বলেন, "এই অবৈধ সরকার নিজেদেরকে মুক্তিযুদ্ধের দল দাবি করলেও প্রকৃত মুক্তিযোদ্ধারাই আজ বলছে, আওয়ামীলীগ মুক্তিযুদ্ধে বিশ্বাসী ছিল না। তারা মুক্তিযুদ্ধের পক্ষের দলও নয়।"তিনি বলেন, "আওয়ামী লীগের কার্যকলাপ দেখলে দেশের মানুষ চিন্তিত হয়ে পড়ে। সারাদেশে উন্নয়ন নেই, তারা বলে গণতন্ত্রের দরকার নেই, উন্নয়ন হবে। উন্নয়নের নামে লুটপাট চলছে। দেশের অবস্থা অত্যন্ত খারাপ। অর্থমন্ত্রী নিজেই স্বীকার করেছেন দেশের অর্থনীতিতে স্থবিরতা এসেছে। কোনোভাবেই তা কাটছে না। ঘরে ঘরে চাকরি দেবে বলেও দেয়নি। এক মাসে কর্মসংস্থান করেছে ১৯ শতাংশ, ৮২ ভাগ বিদেশি বিনিয়োগ কমেছে।"তিনি বলেন, এই সরকার গনতন্ত্র যা-তা হোক, শুধুমাত্র উন্নয়ন হলেই হবে বলে। অথচ এই অবৈধ সরকারের উন্নয়নের কথা বলে লুটপাট, দুর্নীতি করে চলছে। দেশে ৮২ ভাগ বিনিয়োগ কমে গেছে। তারা সব ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। তাই এই ব্যর্থদের ক্ষমতা থেকে বিদায় করতে হবে।