বাংলাদেশ

৩ লাখ টাকা ঋণ করে যান সৌদি আরবে

পরিবারের অভাব দূর করতে সাড়ে চার মাস আগে ঋণ করে সৌদি আরব পাড়ি জমান সিলেটের নজরুল ইসলাম। শুক্রবার (১৮ এপ্রিল) একটি ভবন থেকে পড়ে মৃত্যু হয়েছে এই বাংলাদেশি শ্রমিকের। 
​​​​​​​
নজরুল ইসলাম সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রণিখাই ইউনিয়নের মুরারগাও গ্রামের নিজাম উদ্দিনের ছেলে। জানা গেছে, সৌদি আরবের একটি ভবন থেকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সকালে বাড়িতে তার মৃত্যুর খবর এলে স্বজনেরা আহাজারি করেন। নজরুলের বাবা নিজাম উদ্দিন বলেন, সাড়ে চার মাস আগে পরিবারের অভাব দূর করার জন্য সৌদি আরব যায় আমার ছেলে। প্রায় ৩ লাখ টাকা ঋণ করে তাকে বিদেশ পাঠাই। এক মাস কাজ করে বেতন পেয়ে কিছু টাকা পাঠিয়েছে। এখনো প্রায় আড়াই লাখ টাকা ঋণ রয়েছে। এ অবস্থায় আমার ছেলেটা মারা গেল।
তিনি বলেন, সদা হাসিখুশি থাকা ছেলেটা আজ আমাদের ছেড়ে চলে গেল। এমন করে এত অল্প বয়সে আমার ছেলেটা মারা যাবে, আমি ভাবতেই পারি নাই। সবাই তার জন্য দোয়া করবেন। দেশে তার লাশ আনার ব্যাপারে কথা হচ্ছে। এলএবাংলাটাইমস/আইটিএলএস