বাংলাদেশ

হাতির পায়ে পিষ্ট হয়ে এক বৃদ্ধের মৃত্যু

কক্সবাজারের চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়নের ফতেহারঘোনার কুমারী ব্রিজ এলাকায় বন্যহাতির আক্রমণে মোহাম্মদ হোসেন (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।  গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। বন বিভাগ ও স্থানীয় লোকজন মরদেহটি উদ্ধার করে। নিহত মোহাম্মদ হোসেন (৭০) ফাঁসিয়াখালী ইউনিয়নের ছড়ারকূল এলাকার মৃত আজিজুর রহমানের ছেলে। বন বিভাগ ও স্থানীয় সূত্র জানান, সোমবার বিকেল ৪টার দিকে বাড়ি থেকে বের হয়ে কক্সবাজার উত্তর বন বিভাগের আওতাধীন সংরক্ষিত বনের ভেতর কুমারীছড়ায় মাছ ধরতে যান মোহাম্মদ হোসেন। সন্ধ্যার পর বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাকে খুঁজতে শুরু করে। পরে রাত সাড়ে ১১টার দিকে কক্সবাজার-বান্দরবান সীমান্তবর্তী কুমারী ব্রিজের অদূরে তার মরদেহ দেখতে পেয়ে বন বিভাগকে খবর দেন। বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দিন বলেন, বন্যহাতির আক্রমণে মোহাম্মদ হোসেন নামের এক বৃদ্ধ মারা গেছেন বলে জেনেছি। চকরিয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, হাতির পায়ে পিষ্ট হয়ে মোহাম্মদ হোসেন মারা যান। তার মাথা থেঁতলে গেছে, পুরো শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। থানার উপ-পরিদর্শক সুজন বড়ুয়া ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন করেন। পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস