বাংলাদেশ

চাক্তাইয়ের আগুন নিভলো তিন ঘণ্টা পর

চট্টগ্রাম নগরে ভোগ্যপণ্যের অন্যতম বৃহত্তম পাইকারি বাজার চাক্তাই এলাকায় আগুনে পুড়ে গেছে একটি করাতকল, দুটি গুদামসহ সাতটি ব্যবসাপ্রতিষ্ঠান। পানির উৎসের অভাবে চট্টগ্রামের বৃহত্তম এ বাজারে আগুন নেভাতে বেশি সময় লেগেছে।
শুক্রবার (৩১ জানুয়ারি) ভোর ৬টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে ৯টার দিকে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়।
ফায়ার সার্ভিস জানায়, সকাল ৬টার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ, কর্ণফুলী, চন্দনপুরা, নন্দনকানন ও লামাবাজার স্টেশনের ৯টি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর সকাল ৯টার দিকে আগুন পুরোপুরি নিভে যায়। আগুনে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবদুল মালেক বলেন, পানির উৎস দূরে হওয়ায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে।  প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
ব্যবসায়ীরা জানান, বন্ধের দিন থাকায় ভোরে মার্কেটের দোকানপাট বন্ধ ছিল। আগুন লাগার খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসকে খবর  দেওয়া হয়। তবে ওই মার্কেটে করাতকল, সুতার গুদাম, রঙের গুদামসহ বেশ কিছু দোকান পাশাপাশি রয়েছে। যার ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এলএবাংলাটাইমস/আইটিএলএস