বাংলাদেশ

শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডার বিলুপ্ত করে কমিশনের আওতায় নেওয়ার সুপারিশ


শিক্ষক ও চিকিৎসকদের ক্যাডার সার্ভিস থেকে পৃথক করার পরিকল্পনা করছে সরকার। তাদের জন্য জুডিশিয়াল সার্ভিস কমিশনের মতো আলাদা কমিশন গঠনের প্রস্তাব করবে জনপ্রশাসন সংস্কার কমিটি।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী এ তথ্য জানান। ইতোমধ্যে শিক্ষক ও চিকিৎসকদের ক্যাডার সার্ভিস থেকে আলাদা করার সুপারিশ করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, শিক্ষা ক্যাডারটা অযৌক্তিক। স্বাস্থ্য এবং শিক্ষা আলাদা। আমরা সুপারিশ করেছি, এই ক্যাডার করে রাখা যাবে না। কমিশনের প্রধান আরও বলেন, একজন চোখের ডাক্তার, একজন দাঁতের ডাক্তার, একজন জেনারেল ফিজিশিয়ান; তারা কি পদোন্নতি একসঙ্গে পাচ্ছেন? সেজন্য আমরা বলছি, এটা ক্যাডারে রাখা যাবে না। এটা ক্যাডার করা অযৌক্তিক হয়েছে। এগুলো আলাদা করতে হবে। বেতন বাড়িয়ে দেওয়া হবে। এ দুই বিভাগ ছাড়া বাকি সবাই ক্যাডার থাকবে। এটা আমাদের ধারণা।
এ সময় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান বলেন, পাবলিক সার্ভিস কমিশন থেকে সরে গিয়ে জুডিশিয়াল সার্ভিস কমিশন আলাদা হয়েছে। ঠিক এ রকম স্বাস্থ্য ও শিক্ষা ক্যাডারকে আলাদা করার পরামর্শ দিয়েছি। এটা হয়ে যাবে।   এলএবাংলাটাইমস/আইটিএলএস