সাম্প্রতিক সংকটে ভারত-বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক বাধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। দু’দেশের ব্যবসায়ীরাই এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও জানান তিনি।
৮ ডিসেম্বর রোববার জাতীয় প্রেসক্লাবে সার্ক জার্নালিস্ট ফোরাম আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন তিনি। ৫ আগস্টের পর বাংলাদেশ-ভারত সম্পর্কে যে গুণগত পরিবর্তন হয়েছে, তা মেনে নিয়ে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান পররাষ্ট্র উপদেষ্টা। আগামীকাল দুদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক ফলপ্রসু হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
প্রধান উপদেষ্টা সার্ককে শক্তিশালী সংগঠন হিসেবে দেখতে চান উল্লেখ করে উপদেষ্টা বলেন, সার্কের শুরুতে সামিট হলেও অগ্রগতি হয়েছে কম। রাষ্ট্র বা সরকার প্রধানদের মধ্যে সাক্ষাৎ হচ্ছে না। সার্কের মাধ্যমে আঞ্চলিক সহযোগিতাকে আরও ভালো পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব বলেও মনে করেন উপদেষ্টা। এলএবাংলাটাইমস/আইটিএলএস
প্রধান উপদেষ্টা সার্ককে শক্তিশালী সংগঠন হিসেবে দেখতে চান উল্লেখ করে উপদেষ্টা বলেন, সার্কের শুরুতে সামিট হলেও অগ্রগতি হয়েছে কম। রাষ্ট্র বা সরকার প্রধানদের মধ্যে সাক্ষাৎ হচ্ছে না। সার্কের মাধ্যমে আঞ্চলিক সহযোগিতাকে আরও ভালো পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব বলেও মনে করেন উপদেষ্টা। এলএবাংলাটাইমস/আইটিএলএস