বাংলাদেশ

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় একটি বাসায় গ্যাস বিষ্ফোরণ

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় একটি বাসায় গ্যাস বিষ্ফোরণে একই পরিবারে দগ্ধ চারজনের মধ্যে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো তিনে। 
নিহতের নাম আব্দুল মান্নান (৬০)। তার বাড়ি কক্সবাজার মহেশখালী উপজেলায়।
শনিবার (১৫ জুন) দুপুরে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে তার মৃত্যু হয়। এর আগে ১২ জুন হাসপাতালটিতে মারা যায় মান্নানের নাতি শিশু আয়ান (৩) এবং ১৩ জুন বিকালে মারা যায় ছোট মেয়ে ফুতু আক্তার (১৮)। 
চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মান্নানের শরীরের ৫০ শতাংশ দগ্ধ ছিল। মৃত্যুর বিষয়টি ভাটারা থানাকে জানানো হয়েছে। তিনি আরও জানান, এছাড়া বড় মেয়ে রকসি আক্তারের (২০) শরীরের ৫৫ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থাও আশঙ্কাজনক। প্রসঙ্গত, গত ১০ জুন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালের পাশের একটি ভবনের নিচতলার রান্নাঘরে এই দুর্ঘটনা ঘটে। এতে একই পরিবারের নারী ও শিশুসহ চারজন দগ্ধ হয়। পরে তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়।      এলএবাংলাটাইমস/আইটিএলএস