আগামী মাসের প্রথম দিকে বাংলাদেশ সফরে আসছেন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের একটি উচ্চ-পর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন তিনি। দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন পররাষ্ট্র দপ্তরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু এই প্রতিনিধিদলে থাকবেন।
ওয়াশিংটনে একটি কূটনৈতিক সূত্র গণমাধ্যমকে জানায়, সম্ভবত রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনার জন্য উচ্চ-পর্যায়ের প্রতিনিধিদলটি ঢাকা সফর করবে। ঈদের পর এই সফর হতে পারে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে পারেনি ওই সূত্র।
প্রসঙ্গত, বাংলাদেশের জন্য সম্প্রতি ভিসা নীতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র, যেখানে বলা হয়েছে‒ যারা ভোট জালিয়াতি বা ভয়ভীতি প্রদর্শনে সম্পৃক্ত থাকবে তাদের যুক্তরাষ্ট্রের ভিসা দেওয়া হবে না। এর আগে ২০২১ সালে র্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিকভাবে বেশ কিছু বৈঠক করেছেন।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
এলএবাংলাটাইমস/আইটিএলএস