বাংলাদেশ

আজ কবি আল মাহমুদের চতুর্থ মৃত্যুবার্ষিকী

সমকালীন বাংলা সাহিত্যের অন্যতম কবি আল মাহমুদের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ। ২০১৯ সালের এই দিনে তিনি পাড়ি জমিয়েছিলেন না ফেরার দেশে। ব্রাহ্মণবাড়িয়ার মৌড়াইলের মোল্লাবাড়িতে ১৯৩৬ সালের ১১ জুলাই জন্ম নেন আল মাহমুদ। সংবাদপত্রে লেখালেখির এক পর্যায়ে ১৯৫৪ সালে আল মাহমুদ ঢাকায় আসেন। মুক্তিযুদ্ধের পর দৈনিক গণকণ্ঠ প্রকাশিত হয় তাঁরই সম্পাদনায়। এ সময় এক বছরের জন্য কারাবন্দি থাকতে হয় তাঁকে। কাজের স্বীকৃতিস্বরূপ তিনি একুশে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, জয় বাংলা পুরস্কার, হুমায়ুন কবীর স্মৃতি পুরস্কার, জীবনানন্দ স্মৃতি পুরস্কার, কবি জসীম উদ্‌দীন পুরস্কারসহ বহু সম্মাননায় ভূষিত হয়েছেন।




এলএবাংলাটাইমস/আইটিএলএস